Sunday, November 1, 2020

শান্ত ঋতু হেমন্তঃ মোঃ ফেরদাউস

SHARE

সাহিত্য বিভাগঃমানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ


অাজকের কবিতা 

শান্ত ঋতু হেমন্ত 

মোঃ ফেরদাউস


হেমন্তের স্নিগ্ধ মাখা সকালে
হাল্কা কুহেলিকায় ঘেরা চারপাশ।
সবুজ অরণ্যে শিশির ভেজা ঘাসে
উড়ে বেড়ায় সুদর্শন অবিনাশ।

সবুজ ফসলের মাঠে দোলা
দিয়ে যায় দখিনা মৃদু সমীরণ।
সোনালী আবীরে সাজে ধরণী
পূব আকাশে রবির উত্তরণ।

গ্রামের আঁকা-বাঁকা পথে বাঁধা থাকে
সারিসারি খেজুর গাছে রসের হাঁড়ি।
পাকা ধানের ম-ম গন্ধে ভরা আঙ্গিনা
নবান্ন উৎসবে মেতে উঠে সবার বাড়ি।

হেমন্ত ধরণীর পুষ্পিত এক প্রণয়ী।
গন্ধরাজ, মল্লিকা, শিউলি,হিম ঝুরি
দেব কাঞ্চন যার সাজসজ্জার ঘ্রাণ
মৃত্তিকা ও আর্দ্রা তারারা সমন্বয়ী।

হেমন্তের মাঝে কী অপরূপের মায়ায়!
শান্ত ধরণীর বুকে বিশালাক্ষ্যের প্রেম।
পাকা আমন ধানের সোনালী ছড়ায়
শীত এসে যায় এ যেন তাঁর হেম।

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

1 comment: