Tuesday, October 20, 2020

চতুর্থ বারের মত চেয়ারম্যান নির্বাচিত হলেন,প্রবীন রাজনীতিবীদ নূর মোহাম্মদ মাস্টার

SHARE


মোঃ আব্দুল্লাহ আল মামুন পাটোয়ারী,কড়ইবাড়িয়া ইউনিয়ন প্রতিনিধিঃ মানবসেবা সংবাদ ২৪.ব্লগস্পট ডটকমঃ

বরগুনা জেলার তালতলী উপজেলাধীন কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ৩ হাজার ২৪ ভোট পেয়ে আ’লীগ প্রার্থী জনাব মোঃ নূর মোহাম্মদ মাস্টার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  তাকে জানাই মানবসেবা সংবাদ২৪.ব্লগস্পট ডটকমরে  পক্ষ অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোরা মার্কার সতন্ত্র প্রার্থী জনাব মোঃ মুনসুর মাওলানা পেয়েছেন ৩ হাজার ৯ ভোট১৫ ভোটের ব্যাবধানে বিজয়ী  হয়েছেন আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও প্রবীণ রাজনীতিবীদ জনাব মোঃ নূর মোহাম্মদ মাস্টার, অন্য সতন্ত্র প্রার্থী আনারস মার্কার জনাব মোঃ ইব্রাহিম সিকদার পনু পেয়েছেন  ৫২ ভোট, মোট ভোটার ১০ হাজার ৭৭৩ জন। মোট ভোট পরেছে ৬ হাজার ১১১ টি ,ভোটার উপস্থিতির হার ৫৬.৭১ শতাংশ।

কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৯ কেন্দ্রে এ ভোট হয়। মঙ্গলবার (২০ অক্টোবর)সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত।

গত ১৬ ই জুন কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ আলতাফ হোসেন আকন অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু বরণ করায় চেয়াম্যান পদটি শুন্য হয়, শূন্য পদ পূরণে এ উপনির্বাচনের আয়োজন। নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, মোঃ নূর মোহাম্মদ মাস্টার (নৌকা), সতন্ত্র প্রার্থী জনাব মোঃ মুনসুর মাওলানা (ঘোড়া ) এবং অন্য স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইব্রাহিম সিকদার পনু (আনারস)।

কড়ইবাড়িয়া ইউনিয়নে মোট ১০ হাজার ৭৭৩ জন ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৫ হাজার৭৫০জন এবং পুরুষ ভোটার ৫ হাজার ২৩ জন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে,০৯ টি কেন্দ্রের প্রতি কেন্দ্রে ০৫ জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য, পুরো ইউনিয়নে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ,মোবাইল টিম ও স্ট্রাকিং ফোর্স নিয়োজিত করছেন।

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি

SHARE

0 komentar: