মোঃ আব্দুল্লাহ আল মামুন পাটোয়ারী,কড়ইবাড়িয়া ইউনিয়ন প্রতিনিধিঃ মানবসেবা সংবাদ ২৪.ব্লগস্পট ডটকমঃ
বরগুনা জেলার তালতলী উপজেলাধীন কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ৩ হাজার ২৪ ভোট পেয়ে আ’লীগ প্রার্থী জনাব মোঃ নূর মোহাম্মদ মাস্টার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাকে জানাই মানবসেবা সংবাদ২৪.ব্লগস্পট ডটকমরে পক্ষ অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোরা মার্কার সতন্ত্র প্রার্থী জনাব মোঃ মুনসুর মাওলানা পেয়েছেন ৩ হাজার ৯ ভোট। ১৫ ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও প্রবীণ রাজনীতিবীদ জনাব মোঃ নূর মোহাম্মদ মাস্টার, অন্য সতন্ত্র প্রার্থী আনারস মার্কার জনাব মোঃ ইব্রাহিম সিকদার পনু পেয়েছেন ৫২ ভোট, মোট ভোটার ১০ হাজার ৭৭৩ জন। মোট ভোট পরেছে ৬ হাজার ১১১ টি ,ভোটার উপস্থিতির হার ৫৬.৭১ শতাংশ।
কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৯ কেন্দ্রে এ ভোট হয়। মঙ্গলবার (২০ অক্টোবর)সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত।
গত ১৬ ই জুন কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ আলতাফ হোসেন আকন অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু বরণ করায় চেয়াম্যান পদটি শুন্য হয়, শূন্য পদ পূরণে এ উপনির্বাচনের আয়োজন। নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, মোঃ নূর মোহাম্মদ মাস্টার (নৌকা), সতন্ত্র প্রার্থী জনাব মোঃ মুনসুর মাওলানা (ঘোড়া ) এবং অন্য স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইব্রাহিম সিকদার পনু (আনারস)।
কড়ইবাড়িয়া ইউনিয়নে মোট ১০ হাজার ৭৭৩ জন ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৫ হাজার৭৫০জন এবং পুরুষ ভোটার ৫ হাজার ২৩ জন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে,০৯ টি কেন্দ্রের প্রতি কেন্দ্রে ০৫ জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য, পুরো ইউনিয়নে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ,মোবাইল টিম ও স্ট্রাকিং ফোর্স নিয়োজিত করছেন।

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
https://manobsebasongbad24.blogspot.com/
(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি



0 komentar: