Saturday, October 10, 2020

মুনাফিকের চার স্বভাব

SHARE


 আল হাদীসঃমানবসেবা সংবাদ ২৪.ব্লগস্পট ডটকমঃ

আবদুল্লাহ ইব্নু ‘আমর রা: থেকে বর্ণিত, নবী সা: বলেন : চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। 

১. আমানত রাখা হলে খিয়ানত করে;

২. কথা বললে মিথ্যা বলে;

 ৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে; এবং 

৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি করে।

 (বুখারি, মুসলিম, আহমাদ)

SHARE

0 komentar: