সারা বাংলাদেশঃ মানবসেবা ২৪.সংবাদ ব্লগস্পট ডটকমঃ
সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষকদেরকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানালেন জনাব মোঃ অানিসুর রহমান, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (১২০৪৮)অানিস রবিউল ও জনাব মোঃ নূরে সিদ্দিকী রবিউল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি (১২০৪৮)অানিস রবিউল । তারা মানবসেবা সংবাদ ২৪. ব্লগস্পট ডটকমের প্রতিনিধিকে বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সকল শিক্ষকদের মধ্যে বয়ে নিয়ে আসুক আনন্দ। তারা তাদের পরিবার পরিজন ও অাত্মীয় সজ্বন নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা অামাদের । কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে। তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। এছাড়া তারা বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে সকলকে সচেতন থেকে এ উৎসব পালনের জন্য বলেন। তারা সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই পৃথিবীতে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচেরঘ লিংকে ক্লিক করুনঃ
https://manobsebasongbad24.blogspot.com/
(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)



0 komentar: