মোঃ জাহিদ হাসান, বরগুনা জেলা প্রতিনিধিঃমানবসেবা সংবাদ ২৪.ব্লগস্পট ডটকমঃ
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে মঙ্গলবার এক ঘণ্টার জন্য বরিশাল বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করে বরগুনার কিশোরী রাইমু জামান।বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের সঙ্গে রাইমু সংগৃহীত কিশোরী রাইমু জামানকে মঙ্গলবার বিকেলে এক ঘণ্টার জন্য বরিশাল বিভাগীয় কমিশনারের প্রতীকী দায়িত্ব দেওয়া হয়েছিল। বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের কাছ থেকে প্রতীকী কমিশনারের দায়িত্ব গ্রহণ করে এই কিশোরী।দায়িত্ব নেওয়ার পর বিভাগীয় কমিশনার কার্যালয়ের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা রাইমু জামানকে ফুল দিয়ে বরণ করে নেন। দায়িত্ব নেওয়ার পর রাইমু বরিশালের ছয় জেলাকে নারীবান্ধব করা এবং নারীর প্রতি সহিংসতা রোধে বেশ কিছু সুপারিশ তুলে ধরে। সে সব সুপারিশ বাস্তবায়নের আশ্বাস দিয়েছে বিভাগীয় প্রশাসন।কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল এমন আয়োজন করে। কিশোরী রাইমু জামান বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। সে বরগুনা শহরের কলেজ রোডের বাসিন্দা ইতালিপ্রবাসী রাকিবুজ্জামান ও মুক্তা জামানের একমাত্র মেয়ে। আবৃত্তি, বিতর্কে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন রাইমু বিভাগীয় কমিশনারের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় বুধবার বলে, ‘এটা আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা। নারী অধিকার আদায়ের পথে এটা অণুপ্রেরণা জোগাবে।’রাইমু বিভাগীয় কমিশনারের দায়িত্ব নেওয়ার পর গোলটেবিল আলোচনায় নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্যবিয়ে রোধসহ করণীয় তুলে ধরে এক ঘণ্টার কমিশনার রাইমু। সেখানে সে আবৃত্তি করে, ‘আমি সেই কন্যা আমিই সেই নারী, সাহায্য সহযোগিতায় আমি সব পারি, সামান্য উৎসাহ পেলে আমি খুলতে পারি নব দিগন্ত…।’
0 komentar: