শিক্ষা সংবাদঃ মানবসেবা সংবাদ ২৪.ব্লগস্পট ডটকমঃ
বাংলাদেশ সরকার প্রাথমিক বিদ্যালয়ের যে সকল সম্মানিত শিক্ষকরা বিভিন্ন পিটিআই থেকে ডিপিএড ডিগ্রি অর্জন করেছেন তারা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অাওতায় এম এড কোর্স করা সুযোগ পাবেন,
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর স্কুল অব এডুকেশন পরিচালিত মাস্টার অব এডুকেশন (এম এড) প্রোগ্রামে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে (২০২০) ভর্তির জন্য, osaps.bou.edu.bd এর মাধয়মে Online -এ অাবেদন করার অাহবান করা হয়েছে।
ভর্তির যোগ্যতাঃঅনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বিএড/ডিপ-ইন-এড/বিএজিএড/বেস্ট/বিপিএড/ডিপিএড বা সমমানের ডিগ্রিসহ নূন্যতম স্নাতক ডিগ্রি
অনলাইনে ভর্তির অবেদন জমাদানের তারিখঃ০১/১০/২০২০ থেকে ১০/১১/২০২০ তারিখ রাত ১২টা পর্যন্ত
বিস্তারিত জানতে হলে নিচের ছবিগুলো ভালভাবে পড়তে হবে।
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
https://manobsebasongbad24.blogspot.com/
(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)






0 komentar: