গরীবের ডাঃ নামে খ্যাত পটুয়াখালীর গলাচিপায় মানবসেবায় নিজেকে নিয়োজিত করা ডাঃ মোঃ ফজলুর রহমান, সেবাই তার ধর্ম। মানবসেবার মহান ব্রত নিয়েই একজন চিকিৎসক হিসেবে গড়ে তুলেছেন তিনি।খেটে খাওয়া থেকে শুরু করে তিনি সব শ্রেণির রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে ৬৫ বছর বয়সী ডা.মোঃ ফজলুর রহমান দায়িত্ব ও সচেতনতা পরিচয় দিচ্ছেন। সহৃদয়তার কারনে রোগীরাও তাকে পছন্দ করেন।তার সম্পর্কে সবাই জানেন তিনি গরিবের ডাক্তার। মানবসেবায় নিজেকে গড়ে তুলেছেন ডা.মোঃ ফজলুর রহমান এ কারনে রোগীরা তাকে অনেক সম্মান আর আস্থার সঙ্গে সম্বোধন করেন। তিনি দ্বীর্ঘ সময় রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার ও কলাগাছিয়ার খারিজ্জমা বাজার কমিউনি ক্লিনিকে সুনামের সাথে চাকুরী করেন।তার কাছে নিয়মিত সেবা নেয়া রোগী রনজিৎ দাস বলেন। অামি ডাক্তার সাহেবের কাছে মণ খুলে মণের কথা বলতে পারি।তিনি যেন আমাকে তার আপন ভাইয়ের মত সেবা দিয়ে থাকেন।তিনি একজন মাটির মানুষ তার সেবায় আমি অনেক খুশি। তার চিকিৎসা সেবা অনেক ভাল আজ সকালে একটি গরিব মেয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হলে তাকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়ে তিনি মেয়েটির বাবা মণ কেরে নেন।এরকম শত শত মানুষের মণের মধ্যে তিনি জায়গা করে নিয়েছেন। ডাক্তার মোঃ ফজলুর রহমান বলেন শৈশব থেকেই স্বপ্ন দেখতাম, চিকিৎসক হয়ে মানবসেবা করবো। আমার বাবা মা আমাকে উৎসাহ দিতেন। কঠোর পরিশ্রম ও একাগ্রতায় ধীরে ধীরে চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলেছি।মানবসেবায় নিয়োজিত থেকে আমি মানসিক ভাবে সন্তুষ্ট। এখন আমি অবসরে গিয়েও মানুষের সেবা করে যাচ্ছি। আমার চেম্বার কালিবাড়ি রোডে আপনার যেকোনো সময় আমার সাথে দেখা করে সেবা নিতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। মহান আল্লাহ তায়লা যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবা করার তৌফিক দান করেন,আমীন।
0 komentar: