Wednesday, October 7, 2020

তালতলীতে ধর্ষকদের নির্মুলের দাবিতে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন

SHARE


মাহমুদুল হাসান তালতলী উপজেলা প্রতিনিধিঃমানবসেবা সংবাদ ২৪.ব্লগস্পট ডটকমঃ
অাজ বরিশাল বিভাগের বরগুনার জেলার তালতলী উপজেলায় রাতের আধারে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করছেন তালতলী উপজেলা ছাত্রলীগের সর্বস্তরের সদস্যরা। সারাদেশের ধর্ষণ নির্মুল করতে তালতলী উপজেলা ছাত্রলীগ অবিচল পন্থা অবলম্বন করছেন।

আজ বুধবার রাত্র ৭.২০মিনিটে মিনিটের সময় তালতলী ও আমতলীর মহাসড়কে দাড়িয়ে সারা দেশের অসহায়, নির্যাতিত, নীপিরিত ও ধর্ষিতা মা ও বোনদের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়ে রাতের আধারে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করছেন তালতলীর ছাত্রলীগের সদস্য সহ সাধারন জনগন।
এসময়ে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক  মীনহাজুল আবেদীন মিঠুসহ আরো অনেকেই।

SHARE

0 komentar: