Tuesday, October 27, 2020

কড়ইবাড়িয়া বাজার কমিটিতে,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতিঃ জনাব মোঃ নান্নু সিকদার

SHARE


মোঃ অাব্দুল্লাহ অাল মামুন,কড়ইবাড়িয়া ইউনিয়ন প্রতিনিধিঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
বরগুনা জেলার তালতলী উপজেলাধীন কড়ইবাড়িয়া বাজার কমিটির নতুন সভাপতি হলেন জনাব মোঃ নান্নু সিকদার গতকাল মঙ্গলবার(২৭ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয় বাজার কমিটির নির্বাচনের টাকা দাখিলের সময় চলে বিকাল ৫ টা পর্যন্ত। এতে বাজার কমিটির সভাপতি পদে মাত্র একজন ব্যাক্তি টাকা দাখিল করেন তিনি জনাব মোঃ নান্নু সিকাদার,বাজার কমিটির সভাপতি পদে অার কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় থাকায় জনাব মোঃ নান্নু সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাজার কমিটির সভাপতি নির্বাচিত হন,তাকে মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকম এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। উল্লেখ্য থাকে যে,গতকাল সকাল থেকেই কড়ইবাড়িয়া বাজার কমিটির নির্বাচনকে সামনে রেখে চলে টাকা দাখিল।কমিটির নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার কারণেই শুরু হতে যাচ্ছে এই নির্বাচন। উক্ত নির্বাচনে যারা অংশ গ্রহণ করবে তারা সকাল থেকে বিভিন্ন পথের জন্য টাকা দাখিল করেন কড়ই বাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়। এই বাজার কমিটির নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন আলীর বন্দর এ,এম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(ইংরেজী বিভাগ) শ্রী অনুকূল মাস্টার

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চার পদের জন্য ৯ জন প্রার্থী। গতকাল যেসকল প্রার্থীরা টাকা দাখিল করেছেন তারা হলেন,
সভাপতি পদে (১)মোঃ নান্নু সিকদার (যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কড়ইবাড়িয়া বাজার কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন )।
সাধারণ সম্পাদক পদে তিন(৩) জন (১) মোঃ আবুল বাসার তালুকদার (২) মোঃ সেলিম মোল্লা (৩) তাপস চন্দ্র দেবনাথ।
সাংগঠনিক সম্পাদক পদে তিন(৩) জন(১)মোঃ মস্তফা শিকদার (২) মোঃ মজনু মুসুল্লি (৩)মোঃ রহিম দফাদার।
কোষাধ্যক্ষ পদে দুই(২)জন। (১) মোঃ সিদ্দিক বয়াতি (২) মোঃ ফোরকান মোল্লা।
এই বাজার কমিটি নির্বাচনের আচরণ বিধিমালা নিয়ে রিটার্নিং অফিসার শ্রী অনুকূল মাস্টার বলেন, সকল ধরনের আচরণ বিধিমালা মেনেই উক্ত নির্বাচন সম্পন্ন করা হবে।যদি কোন প্রার্থী বিধিমালা লঙ্ঘন করে তার প্রার্থীতা বাতিল বলে গন্য করা হবে। উক্ত নির্বাচনের ভোটের তারিখ (২ নভেম্বর) সোমবার ধার্য্য করা হয়। এবং (৩১শে অক্টোবর ) রাত ১২ টা পর্যন্ত এ প্রচার-প্রচারনা করতে পারবে। প্রচারের সময় দুপুর ২.০০ টা থেকে রাত ৮.০০ পর্যন্ত।

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপঊনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

0 komentar: