নির্বাচনী সংবাদঃমানবসেবা সংবাদ ২৪.ব্লগস্পট ডটকমঃআজ ( ৪ অক্টোবর-২০২০ রোজ- রবিবার ) ছিল বরগুনা জেলার ,তালতলী উপজেলধীন কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দের দিন। সেই হিসেবে তালতলি উপজেলার ,উপজেলা নির্বাচন অফিসার জনাব মোঃ তারিকুল ইসলাম মহোদয় ,কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে অংশ নেয়া সম্মানিত ৩ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করেন।
এতে আওয়ামীলীগ থেকে অংশ নেয়া জনাব মোঃ নুর মোহাম্মদ মাষ্টার পান
নৌকা মার্কা
সতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া জনাব মোঃ মুনসুর মাওলানা পান
ঘোড়া মার্কা
এবং অন্য সতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া জনাব মোঃ ইব্রাহিম সিকদার পনু ,পান
আনারস মার্কা
এর আগে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর স্থানীয় সরকার পরিষদের
এ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক চেয়ারম্যান প্রার্থীরা ভোট যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুুতি স্বরুপ, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ সেপ্টেম্বর -২০২০ মনোনয়ন পত্র দাখিল করেন।, গড ২৬ সেপ্টেম্বর রিটার্নিং অফিসার কতৃক মনোনয়ন পত্র যাচাই বাচাই ও ৩ অক্টোবর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল এবং আজ ৪ অক্টোবর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধের দিন ছিল। কড়ইবাড়িয়া ইউনিয়ন উপনির্বাচনে ভোট গ্রহণ হবে আসছে ২০ অক্টোবর রোজ -মঙ্গলবার।
তথ্য দেয়ার জন্য ধন্যবাদ
ReplyDelete