মোঃ আব্দুল্লাহ আল মামুন পাটোয়ারী,কড়ইবাড়িয়া ইউনিয়ন প্রতিনিধিঃ মানবসেবা সংবাদ ২৪. ব্লগস্পট ডটকমঃ
রাত পোহলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে, বরগুনা জেলার তালতলী উপজেলাধীন কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন , উল্লেখ্য আছে যে, তালতলী উপজেলা নির্বাচন অফিস কতৃক ২৩ সেপ্টেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামিকাল ২০ অক্টোবর -২০২০ খ্রিঃ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান পদে উপ-নির্বাচন। উক্ত নির্বাচনে চেয়াম্যান পদেঅংশ গ্রহণ করছেন , তিন বারের নির্বাচিত চেয়ারম্যান, ও আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী জনাব মোঃ নুর মোহম্মদ মাষ্টার, গতকয়েকবার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া ঘোড়া মার্কার সতন্ত্র প্রার্থী জনাব মোঃ মুনসুর মাওলানা এবং অন্য এক সতন্ত্র প্রার্থী আনারস মার্কার জনাব মোঃ ইব্রাহিম সিকদার পনু ,
তারা তিনজনই নির্বাচনকালীন সময় অনেক প্রচার প্রচারনা চালিয়েছেন, গিয়েছেন ভোটারদের দারে দারে এবং ভোটারদের দিয়েছেন দিয়েছেন নানান আশ্বাস, সবাই জয়ের জন্য আশাবাদি, তবে এইবার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও কড়াইবাড়িয়া ইউনিয়নের সম্মানিত নাগরিকগণ , এ নির্বাচন নিয়ে হতে পারেন অনেক চমকের স্বাক্ষী
যেমনঃ
১.কে হচ্ছেন কড়াইবড়িয়া ইউনিয়নের নতুন অভিবাবক বা জনপ্রিয় প্রয়াত চেয়ারম্যান জনাব আলতাফ হোসেন আকনের স্থলাভিষক্ত,
২.নুর মোহাম্মদ মাষ্টারই কি হতে চলেছেন ৪র্থ বারের মত কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বািচিত চেয়ারম্যান
৩.নাকি প্রথম বারের মত চেয়ারম্যান হতে চলেছেন ,জনাব মোঃমুনসুর মাওলানা অথবা জনাব মোঃ ইব্রাহিম সিকদার পনু
৪. নাকি কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নতুন চেয়ারম্যান হিসেবে পেতে যাচ্ছেন,কড়ইবাড়িয়া ইউনিয়নের বর্ষিয়ান রাজনীতিবিদ , বয়জেষ্ঠ ও অভিজ্ঞ মোঃ নূর মোহাম্মদ মাস্টারকে
এসব সকল চমকের যেকোন একটি চমক বাস্তবে রুপ নেবে আগামিকাল যা দেখতে কড়াইবাড়িয়া ইউয়িনের জনগনের অপেক্ষা করতে হবে আগামিকাল রাত ১০ টা পযন্ত। উল্লেখ থাকে যে, কড়ইবাড়িয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জনাব মোঃ আলতাফ হোসেন আকন অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যুর পর ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ছিল। চেয়ারম্যান পদটি শূন্য থাকায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ওই ইউনিয়নে উপ নির্বাচন তফশিল ঘোষণা করেন। তফশিল ঘোষনা করার পর ওইইউনিয়নে ৩ জন চেয়ারম্যান পদে ১ জন আওয়ামীলীগ মনোনীত জনাব মোঃ নূর মোহাম্মদ মাস্টার , ২ স্বতন্ত্র প্রার্থীর জনাব মোঃ মুনসুর মাওলানা ও জনাব মোঃ ইব্রাহিম সিকদার পনু মনোনয়নপত্র জমা দেন।৩ অক্টোবর মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে সবার মনোনয়ন পত্র বৈধ হয়। ৪ জুলাই প্রতীক বরাদ্দের পর আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জনাব নূর মোহাম্মদ মাস্টার, সতন্ত্র চেয়ারম্যান ঘোড়া প্রতিকের জনাব মোঃ মুনসুর মাওলানা অন্য স্বতন্ত্র চেয়ারম্যান আনারস প্রতীকের জনাব মোঃ ইব্রাহিম সিকদার পনু আর ভোট গ্রহণ অঅগামিকাল।
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ



0 komentar: