Wednesday, October 21, 2020

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গাছের চারা বিতরন করে,মুন্সিগঞ্জ পিটিআই

SHARE

মোঃ সাজ্জাদ হোসেন, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মানবসেবা সংবাদ২৪.ব্লগস্পট ডটকমঃ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী পিটিআই মুন্সিগঞ্জের উদ্যোগে অাজ বুধবার, ২১ অক্টোবর -২০২০-খ্রিস্টাব্দ বিকাল ৩ ঘটিকায়, মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে,পরিবেশ রক্ষায় বনায়ন প্রকল্পের অংশ হিসেবে বিনামূল্যে মেহগনি, নিম ও অামলকি চারা বিতরন করা হয়। উক্ত চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরন করেন
মুন্সিগঞ্জ পিটিআই এর সম্মানিত সুপারিনটেনডেন্ট জনাব দিল অাফরোজ খানম।এ সময় অারও উপস্থিত ছিলেন,জনাব সুলতান উদ্দিন মোকামি,সহকারি সুপারিনটেনডেন্ট,মুন্সিগঞ্জ পিটিআই,
 জনাব মোঃ রফিকুল ইসলাম, পিটিআই ইন্সট্রাক্টর মুন্সিগঞ্জ,জনাব শাহানা শিরাজী, পিটিআই ইন্সট্রাক্টর, মুন্সিগঞ্জ,জনাব মোঃ গোলাম মিল্লাত, পিটিঅাই ইন্সট্রাক্টর, মুন্সিগঞ্জ,জনাব হাসানুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, চেঙ্গাবুনিয়াকান্দি সপ্রাবি, সদর,মুন্সিগঞ্জ ও মোঃ জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিলই মধ্যপাড়া সপ্রাবি,সদর,মুন্সিগঞ্জ প্রমূখ।

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি


SHARE

0 komentar: