Saturday, October 17, 2020
গত ১৩ অক্টোবর-২০২০, রোজ মঙ্গলবার, সারা বাংলাদেশের পিটিআইয়ের সম্মানিত ইন্সট্রাক্টর মহোদয় গণের মধ্য থেকে সিনিয়ারিটির ভিত্তিতে প্রায় ৬৫ জন সম্মানিত পিটিআই ইন্সট্রাক্টর মহোদয়কে বিভিন্ন পিটিআইয়ের সহকারী সুপার পদে (চলতি দায়িত্বে) পদোন্নতি দেয়া হয়। পদোন্নতি প্রাপ্ত সহকারী সুপারদের মধ্যে ঐতিহ্যেবাহী ময়মনসিংহ পিটিআই থেকে শ্রদ্ধেয় তিনজন পিটিআই ইন্সট্রাক্টর মহোদয় সহকারী সুপার পদে পদোন্নতি পান, তারা হলেন,
SHARE






0 komentar: