Saturday, October 17, 2020

সদ্য পদোন্নতি পাওয়া সহকারী পিটিআই সুপারদের জানানো হয় ফুলেল শুভেচ্ছা

SHARE

শিক্ষা সংবাদঃ মানবসেবা সংবাদ ২৪.ব্লগস্পট ডটকমঃ

গত ১৩ অক্টোবর-২০২০, রোজ মঙ্গলবার, সারা বাংলাদেশের পিটিআইয়ের সম্মানিত ইন্সট্রাক্টর মহোদয় গণের মধ্য থেকে সিনিয়ারিটির ভিত্তিতে প্রায় ৬৫ জন সম্মানিত পিটিআই ইন্সট্রাক্টর মহোদয়কে বিভিন্ন পিটিআইয়ের সহকারী সুপার পদে (চলতি দায়িত্বে) পদোন্নতি দেয়া হয়। পদোন্নতি প্রাপ্ত সহকারী সুপারদের মধ্যে ঐতিহ্যেবাহী ময়মনসিংহ পিটিআই থেকে শ্রদ্ধেয় তিনজন পিটিআই ইন্সট্রাক্টর মহোদয় সহকারী সুপার পদে পদোন্নতি পান, তারা হলেন,
জনাব আনোয়ারুল করিম, জনাব জেবুন্নাহার খানম ও জনাব পল্লব কুমার দাস। সদ্য পদোন্নতি পাওয়া সম্মানিত তিনজন সহকারী পিটিআই সুপার মহোদয়ের পদোন্নতি জনিত বিদায় উপলক্ষ্যে ময়মনসিংহ পিটিআইয়ের সম্মানিত পিটিআই সুপার জনাব মুহাম্মদ রকিবুল ইসালম তালুকদার মহোদয়ের পক্ষ তাদের সবাইকে ফুলেল শুভেচছা জানানো হয়, এসময় ময়মনসিংহ পিটিআইয়ের সম্মানিত সুপার জনাব মুহাম্মদ রকিবুল ইসালম তালুকদার মহোদয় বলেন যে,
আমি তাদের সাথে দ্বীর্ঘ ১৮ মাস একত্রে কাজ করেছি, তাদের সকলেই আমাকে অনেক সহযোগিতা করেছেন। তারা সকলেই অনেক ভাল কর্মকর্তা, আমি তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা জানাই।উল্লেখ থাকে যে,
জনাব আনোয়ারুল করিম ও জনাব পল্লব কুমার দাস মহোদয় নেত্রকোনা পিটিআইতে, সহকারী পিটিআই সুপার (চলিত দায়িত্ব) পদে যোগদান করবেন।

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/

SHARE

0 komentar: