Tuesday, September 29, 2020

১৫ দিন পূর্বে যে দাম ছিল ,সেই দামে চাল বিক্রির নির্দেশ

SHARE

 


ডেস্ক সংবাদঃমানবসেবা  সংবাদ ২৪.ব্লগস্পট ডকপমঃ 

১৫ দিন আগে বাজারে যে চালের দাম ছিল সেই দামে চাল বিক্রি করতে চালকল মালিকদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য ভবনের সম্মেলন কক্ষে চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে সাড়ে তিন ঘন্টা বৈঠক শেষে খাদ্যমন্ত্রী এ নির্দেশ দেন।


খাদ্য সচিব নাজমানারা খানমের সভাপত্বিতে আরৗ উপস্থিত ছিলেন বানিজ্য সচিব ড.মোঃ জাফর উদ্দীন ,কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান,খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ

চাল ব্যবসায়ীরা সভায় খাাদ্য মন্ত্রীকে জানান ,গত ১৫ দিন অাগে তারা চালকলগুলো থেকে তারা এক বস্তা মিনিকেট চাল ২ হাজার ৫৫৫ টাকা দিয়ে কিনেছেন।

যদিও সভা শেষে খাদ্য মনত্রী একবস্তা মিনিকেট চাল ২ হাজার ৬০০ টাকা এবং একবস্তা  আটাশ চালের দাম ২ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে দেন।

কিন্তু চাল ব্যবসায়ীদের আপত্তির মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে খাদ্যমন্ত্রী ১৫ দিন আগের দামে চাল বিক্রির নির্দেশ দিয়ে সভা শেষ করেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম ১৫ দিন আগে যা ছিল সে দামেই পুরো অক্টোবর বিক্রি করতে হবে। কোনোভাবেই এ মাসে আর চালের দাম বাড়ানো যাবে। গত এক সপ্তাহে যে পরিমাণ দাম বেড়েছে তা কমিয়ে আনতে হবে।

SHARE

0 komentar: