Wednesday, September 23, 2020

কড়ইবাড়িয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অা,লীগ ও ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল।

SHARE

মানবসেবা সংবাদ ২৪ ব্লগ ডটকমঃ

বরগুনা জেলার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন, তারা হলেন অাওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জনাব মোঃ নুর মোহাম্মদ মাস্টার 

এছাড়াও কড়ইবাড়িয়া ইউনিয়নের অাসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিল করেন,তারা হলেন জনাব মোঃ মুনসুর মাওলানা


ও মোঃ ইব্রাহিম শিকদার পনু

অাজ রাতে মানবসেবা সংবাদ ২৪ ব্লগ ডটকমকে নিশ্চিত করেন তালতলী উপজেলা নির্বাচন অফিসার জনাব মোঃ তারিকুল ইসলাম।
এর অাগে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর স্থানীয় সরকার পরিষদের এ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক চেয়ারম্যান প্রার্থীরা ভোট যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুুতি শুরু করে।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে ২৩ সেপ্টেম্বর -২০২০ মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২৬ সেপ্টেম্বর রিটার্নিং অফিসার কতৃক মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ,৩ অাক্টোবর মনোনয়ন প্রত্যাহারের  তারিখ , ৪ অক্টোবর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধের তারিখ এবং ২০ অক্টোবরের তারিখ ভোট গ্রহণ ঘোষণা করা হয়।

উল্লেখ থাকে যে অারও যাদের সম্ভব্য প্রার্থী হিসেবে নাম শোন গিয়েছিল তারা মনোনয়ন পত্র দাখিল করেননি।
SHARE

0 komentar: