Friday, September 25, 2020

বরগুনা জেলায় শুরু হয়েছে বেস্ট টিচার্স অনলাইন প্রাইমারি স্কুল।

SHARE

শিক্ষা সংবাদঃ মোঃ জাহিদ হাসানঃ বরগুনা জেলা প্রতিনিধিঃ মানবসেবা সংবাদ ২৪.ব্লগস্পট ডটকমঃ



গত ১২ অগাস্ট-২০২০ খ্রিঃ রোজ বুধবার, থেকে করোনাভাইরাসের মধ্যেও প্রাথমিক শিক্ষা বরগুনা জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়ণ রত শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে চালু হয়েছে বেস্ট টিচার্স অনলাইন প্রাইমারি স্কুলঃ 

উক্ত বেস্ট টিচার্স অনলাইন প্রাইমারি স্কুল শুভ উদ্ভোধন উপলক্ষ্যে, এক শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এম.এম.মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বরগুনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব অাবু ইউসুফ মোঃ সারোয়ার হোসেন, উপজেলা  ইউঅারসি ইনস্ট্রাক্টর, বরগুনা সদর,বরগুনা।
জনাব মোহাম্মদ অারিফুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, বরগুনা সদর,বরগুনা। 
সভাপতিত্ব করেনঃজনাব সুব্রত কুমার দাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, বরগুনা সদর,বরগুনা। 
অায়োজনেঃ বরগুনা সদর উপজেলা শিক্ষকবৃন্দ।
এই বেস্ট টিচার্স অনলাইন প্রাইমারি স্কুল মূল কাজ প্রতিদিন অনলাইনরে মাধ্যমে লাইভে বিষয় ভিত্তিক শ্রেণী কার্যক্রম পরিচালনা করা এছাড়াও বেস্ট টিচার্স অনলাইন প্রাইমারি স্কুল চালু করেছেন হেল্প হট লাইন যার
মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি ফোন কলের মাধ্যমে তারা তাদের পাঠগত যেকোনো সমস্যার সমাধান নিতে পারবেন এবং পাঠ দেয়া নেয়াও করা যাবে এই হটলাইন নাম্বারের মাধ্যমেঃ

বেস্ট টিচার্স অনলাইন প্রাইমারি স্কুলের বিষর ভিত্তিক হটলাইন নম্বরগুলো হলঃ

বরগুনা জেলার বেস্ট টিচার্স অনলাইন প্রাইমারি স্কুলের সেবা নম্বরটি হলঃ
09638472716

পরিচালকের সাথে কথা বলতে 0 চাপুন

বাংলা বিষয়ের সমস্যার জন 12342 চাপুন

গণিত বিষয়ের সমস্যার জন্য 12343 চাপুন

ইংরেজি বিষয়ের সমস্যার জন্য 12344চাপুন

বাওবি বিষয়ের সমস্যার জন্য 12345 চাপুন

বিজ্ঞান বিষয়ের সমস্যার জন্য 12346 চাপুন

ইসলাম বিষয়ের সমস্যার জন্য 12347 চাপুন

অনুসন্ধানের জন্য  12348 চাপুন।

তথ্য জানার জন্য 12349 চাপুন

পরামর্শের জন্য 123450 চাপুন।

এখানে উল্লেখ্য থাকে যে,
করোনা কালীন সময়ে বরগুনা জেলার প্রাথমিক শিক্ষকরা যখন ঘরমূখী তখন কোমলমতী শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষকদের উৎসাহিত করে ও শিক্ষার্থীদের জন্য বিষয় ভিত্তিক শিক্ষকরা হেল্প লাইন চালু করেন।  আর এতে বিশেষ আবদান রাখেন বরগুনা  জেলার সদর উপজেলার কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সহকারি শিক্ষক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (মীর লিটন)




SHARE

0 komentar: