Tuesday, September 22, 2020

পাঁচ হাজার অতিক্রম করল করোনায় মৃত্যুর সংখ্যা।

SHARE

স্বাস্থ্য বিষয়ক সংবাদঃ মানবসেবা সংবাদ ২৪ ব্লগ ডটকমঃ
সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে অাক্রান্ত হয়ে মৃতু বরণ করেছেন অারও ২৮ জন।এর মধ্যে পুরুষ ১৭ জন মহিলা ১১ জন।২৮ জনের সবাই হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। এই নিয়ে করোনাভাইরাসে বাংলাদেশ মৃত্যু বরণ করেছেন মোট ৫হাজার ৭ জন।

করোনাভাইরাসে গত ২৪ঃঘন্টায় ১০২ টি পরীক্ষাগারে ১৪ হাজারন২৪৪ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৬৪ টি এসময় করোনাভাইরাসে অাক্রান্ত নতুন রোগী শনাক্ত হয় ১হাজার ৫৫৭ জন।ফলে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাড়াল ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জন।
এ পর্যন্ত নমুনা পরিক্ষার সংখ্যা দাড়িয়েছে ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৭ জন। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা.নাসিমা সুতাতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে অারও বলা হয় গতব২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন অারও ২ হাজার ৭৩ জন এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়ালো ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন।
SHARE

0 komentar: