Saturday, September 26, 2020

দেশের প্রথম নৌকা যাদুঘর হবে বরগুনায়

SHARE

মোঃ জাহিদ হাসানঃ বরগুনা জেলা প্রতিনিধিঃ মানবসেবা সংবাদ ২৪.ব্লগস্পট ডটকমঃ
নদীমাতৃক এই দেশ থেকে বিলিন হয়ে যাচ্ছে অনেক নৌকা। এই জাদুঘরে এসব বিলিন হয়ে যাওয়া বিভিন্ন অঞ্চলের নৌকা সংরক্ষণ করা হবে।

জেলা আইনজীবী সমিতির পূর্বপাশে পৌর গণগ্রহন্তগারের মাঠে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর নামে প্রস্তাবিত হবে।

বরগুনা জেলা প্রশাসনের গণমাধ্যম শাখার দায়িত্ব প্রাপ্তি নির্বাহী ম্যাজিট্রেট মেহেদী হাসান বলেন,ইতি মধ্যে জেলা প্রশাসন কর্তৃক বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বিভিন্ন নৌকা শিল্পী, ফ্রেন্ডশিপ এনজিওর প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে জাদুঘরটির অবকাঠামো তৈরি হবে।এই জাদুঘরে দেশের বিভিন্ন অঞ্চলে থেকে ১০০টি নৌকা স্থান পাবে।

বরগুনায় প্রস্তাবিত নৌকা জাদুঘরের নকশা, যাদু ঘরের সামনে থাকবে অবসর সময় কাটানেরা জায়গা
বরগুনা জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ বলেন, একসময় দেশে অনেক রকম নৌকা ছিল।আস্তে আস্তে নৌকা বিলিন হয়ে যাচ্ছ। আর যযেভাবে বিলিন হয়ে যাচ্ছে এতে  ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবা তারা তা চিনবে না এ জন্যই পুরনো সেই ঐতিহ্য ধরে রাখার এমন আয়োজন করেন।

(নিউজটি ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)
SHARE

2 comments: