Tuesday, September 22, 2020

ছাগলের বিনিময়ে জীবন সহ,আজকের আলোচিত ১০ টি শীর্ষ সংবাদ, (২২ সেপ্টেম্বর-২০২০)

SHARE

 




নিজস্ব প্রতিবেদকঃ মানবসেবা সংবাদ ২৪ ব্লগ ডটকমঃ

 আজকের বাংলাদেশের ১০ টি শীর্ষ সংবাদ।


(১)করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল,


সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৮ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১১ জন। ২৮ জনের সবাই হাসপাতালে মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৭ জনে।


(২)ফের লকডাউনের চিন্তা এখনও সরকারের নেই,

এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম


(৩)যেখানে ডেঙ্গু বেশি সেখানে করোনা কম;

সম্প্রতি ব্রাজিলে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যেসব এলাকায় বছরখানেকের মধ্যে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ঘটেছিল, সেখানে করোনাভাইরাসের সংক্রমণ কম অথবা এর বিস্তার তুলনামূলক ধীরে ঘটেছে



(৪)ভারতের পচা পেঁয়াজে লোকসান ১০ কোটি


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে আমদানিকৃত ৯২৫ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে দুই কোটি টাকার অধিক। সবমিলে ১৬৫ ট্রাক পেঁয়াজে আমদানিকারকদের ক্ষতি প্রায় ১০ কোটি টাকা।


(৫)১৬ বছর কারাভোগের পর ফাঁসির আসামি খালাস


কুমিল্লার লাকসাম উপজেলার কনকশ্রী গ্রামের এক শিশুকে (৮) হত্যার ঘটনায় করা এক মামলায় বিচারিক (নিম্ন) আদালতের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হুমায়ুন কবিরকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ


(৬)৩ লাখ টাকার জন্য মর্গে পড়ে আছে অভিনেত্রী মিনুর মরদেহ,

হাসপাতাল সূত্রে জানা গেছে, জয়নব হাবিব ওরফে মিনু মমতাজ দুপুরে মারা গেলেও তার মরদেহ পড়ে আছে হাসপাতাল মর্গে। কারণ হিসেবে জানা গেল প্রায় ৩ লাখ টাকা বিল বাকি আছে হাসপাতালে। বিল পরিশোধ করতে হবে শুনেই তার সন্তানরা কেউ আসছেন না।



(৭)ছাগলের বিনিময়ে জীবন!


 যে মুহূর্তে ছাগলটি দৌড় দিয়েছে সে সময় কোনো চালকের পক্ষে একটি মালবোঝাই ট্রাক তৎক্ষণিক দু’হাত দূরত্বের মধ্যে ব্রেক করা সম্ভব নয়।

সিপন জানান, আমরা ছাগলটির মূল্য দিতে রাজি ছিলাম। কিন্তু তারা আমাদের প্রস্তাবে রাজি না হয়ে উত্তেজিত হতে থাকে। একপর্যায়ে আমরা গাড়ি নিয়ে পুঠিয়ার দিকে রওনা হই। তখন ওই এলাকার ২০-২৫ জন লোক মোটরসাইকেল নিয়ে আমাদের পেছনে ধাওয়া করে বাসুপাড়া এলাকায় ঘিরে ধরে। পরে তারা চালককে লাঠিসোটা দিয়ে গণপিটুনি শুরু করে। তাদের হাত থেকে পালিয়ে আমি প্রাণে রক্ষা পেলেও আবু তালেব ভাইকে তারা পিটিয়ে হত্যা করে।



(৮)বাড়িতে অনেক ধারদেনা, প্লিজ সৌদি ফেরান


বিক্ষোভকারীদের মধ্যে অন্যতম নোয়াখালীর মো. এনামুল জাগো নিউজকে বলেন, ‘আমরা মার্চে দেশে ফিরে লকডাউনে পড়েছি। দেশে ফেরার সময় আমরা সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম। তবে যেতে পারিনি। আমাদের আকামার মেয়াদ শেষ হয়ে এসেছে। কয়েক দিন ধরে এখানেই আছি। দীর্ঘদিন দেশে থাকতে থাকতে সবারই বাড়িতে অনেক ধার-দেনা হয়ে গেছে। আমাদের যেতেই হবে। প্লিজ আমাদের সৌদি ফেরানোর ব্যবস্থা করেন।’


(৯)ইসরায়েলি চুক্তির প্রতিবাদে আরব লিগের দায়িত্ব ছাড়ল ফিলিস্তিন


ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্কোন্নয়ন চুক্তির প্রতিবাদে আরব লিগের চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দিয়েছে ফিলিস্তিন। মঙ্গলবার ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে আয়োজিক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি।


(১০)এমি অ্যাওয়ার্ডে কৃষ্ণাঙ্গদের জয়জয়কার


প্রতিবারের চেয়ে এবার ভিন্ন রকমের এমি অ্যাওয়ার্ড উপভোগ করলো পুরো বিশ্ববাসী। টেলিভিশন জগতের সব থেকে বড় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়ে গেল। ৭২তম আসরে হয়েছে বেশ কিছু রেকর্ড।

যার অন্যতম একটি করেছেন কৃষ্ণাঙ্গরা। এবার কৃষ্ণাঙ্গ শিল্পী ও কলাকুশলীরা এমিতে অংশ নিয়ে গড়েছেন নতুন ইতিহাস। এবারের আসরে শুধু পুরস্কার বিজয়েই নয়, পুরস্কারের মনোনয়ন প্রাপ্তদের মধ্যে দেখা গিয়েছিল ৩৩ শতাংশ কৃষ্ণাঙ্গ। যা কিনা এমির ইতিহাসের সকল পর্ব থেকেই ১৪ শতাংশ বেশি।



(বিশেষ দ্রষ্টব্য নিউজটি ভাল লাগলে  কমেন্ট ও শেয়ার আশা করছি)


SHARE

0 komentar: