Monday, September 28, 2020

মানববতার স্বাক্ষর রাখলেন কানাডা প্রবাসী কাজী সাইফুল ইসলাম হাফিজ।

SHARE

মানবসেবা সংবাদ ২৪.ব্লগস্পট ডটকমঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের সন্তান কাজী সাইফুল ইসলামের আর্থিক সহায়তায় অবশেষে দুই হাত হারানো বাদশা মিয়ায় হাত সংযেজন করা হল ব্রাক হাসপাতালে। গত ১৪ সেপ্টেম্বর ষোলঘরের খৈয়াগাঁও গ্রামে সাইফুল ইসলাম হাফিজ প্রতিষ্ঠিত আলী ইবনে আবু তালিব (রাঃ) হাসপাতাল ও মেডিকেল উদ্ভোদনের দিন বাদশা মিয়া সেখানে উপস্থিত ছিলেন, তখনই জানা গিয়েছিল দুই একদিনের মধ্যে তার হাত সংযোজন করা হবে। আলী ইবনে আবু তালিব (রাঃ) হাসপাতাল ও মেডিকলও ভবিষ্যতে এই ধরনের রুগীর হাত, পা সংযেজনের সিদ্ধান্ত নিয়েছে, সাথে ঠোট কাটা, তালু কাটা রুগীরও অপারেশন করা হবে সইফুল ইসলাম হাফিজের সহযোগীতায়।

জাগো টিভির একটি প্রতিবেদনের মাধ্যমে বাদশা মিয়ার সন্ধান পান সাইফুল ইসলাম হাফিজ। পেশায় বাদশা মিয়া একজন ইলেক্ট্রিশিয়ান, বাড়ি গাইআান্ধা। ইলপক্ট্রিকের কাজ করতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃত হন, তারপরই তার দুই হাত কেটে ফেলতে হয়, হাত হারিয়ে বাদশা মিয়া পরেন মহা বিপদে, তার সংসার অচল হয়ে পড়ে।

আলী ইবনে আবু তালিব (রাঃ) হাসপাতাল ও মেডিকেল পুরোপুরি প্রস্তুত না হওয়ায় বাদশা মিয়ার অপারেশন হয় ব্রাক হাসপাতালে ডাঃ রিপনের তত্বাবধানে। কাজী সাইফুল ইসলাম হাফিজের ছোট বোন আমেরিকা প্রবাসী কাজী আরফিন জাহান টিয়া জনাব ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলুর সাথে যোগাযোগ করে তার সহযোগিতা নেন এবং তার পরামর্শে বাদশা মিয়াকে ব্রাক হাসপাতালে নেয়া হয়। বাদশা মিয়ার হাত সংযেজন করতে ৭,৭০,০০০/= ( সাত লক্ষ সত্তুর হাজার) টাকা খরচ হয়, এবং পুরো টাকাটাই প্রদান করেন সাউফুল ইসলাম হাফিজ।
SHARE

0 komentar: