শাপলা কাব অ্যাওয়ার্ড এর জন্য প্রস্তুতি - সাধারণ জ্ঞান
পর্ব - ১
১) কাব স্কাউট কত সালে শুরু হয়?
উত্তরঃ কাব স্কাউট ১৯১৪ সালে।
২) বিপি'র পুরো নাম কী?
উত্তরঃ রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলয়েল।
( Robert Stephenson Smyth Lord Baden Powell of Gilwell )
৩) বিপি এর জন্ম ও মৃত্যু সাল লেখ।
উত্তরঃ বি-পির জন্মঃ তাঁর জন্ম হয়েছিলো ১৮৫৭ সালের ২২শে ফেব্রুয়ারি ৬ নং স্টেনহোপ স্ট্রিট, পেডিংটন, লন্ডন নগরীতে ( লন্ডনের হাইড পার্কের পাশের একটি বাড়িতে ) ।
বি-পির মৃত্যুঃ ১৯৪১ সালের ৮ জানুয়ারি প্রায় ৮৪ বছর বয়সে বি-পি তাঁর কেনিয়াস্থ বাসভবন প্যাক্সটুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৪) প্যাক মিটিং কে পরিচাল করেন?
উত্তরঃ প্যাক মিটিং পরিচালনা করেন কাব স্কাউট লিডার।
৫) এক সঙ্গে কত জনকে দীক্ষা দেওয়া হয়?
উত্তরঃ একজন কে।
৬) সদস্য স্তরে কতটি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়?
উত্তরঃ কোনো পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয় না।
৭) বিপি কোন বই থেকে কাব স্কাউট এর ধারণা পায়?
উত্তরঃ দ্যা জংগল বুক।
৮) দ্যা জংগল বুক এর লেখক কে?
উত্তরঃ দ্যা জংগল বুক এর লেখক রুডইয়ার্ড কিপলিং (Rudyard Kipling)।
৯) বিপি কাবদের জন্য কোন বই লেখেন এবং কত সালে?
উত্তরঃ বিপি কাবদের জন্য লেখেন উলফ কাব হ্যান্ডবুক এবং ১৯১৬ সালে।
১০) স্কাউটের কয়টি শাখা ও কী কী?
উত্তরঃ স্কাউটের ৩টি শাখা। যথা - কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট।
0 komentar: