Monday, September 18, 2023

মুন্সীগঞ্জ সদর উপজেলা স্কাউটস এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

SHARE



মুন্সীগঞ্জ সদর  উপজেলা স্কাউটস এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত । উক্ত সভায়  সভাপতিত্ব করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আফিফা খাঁন মহোদয়, সদর,মুনন্সীগঞ্জ। উপজেলা নির্বাহী মহোদয়ের সভাকক্ষ, এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটস এর নির্বাহী কমিটির সদস্যগণ।

উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষ


মুন্সীগঞ্জ সদর উপজেলা স্কাউটস নির্বাহী কমিটি

১। সভাপতি : উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ (পদাধিকার বলে)।

২। সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মুন্সীগঞ্জ সদর।

৩। সহ-সভাপতি উপজেলা শিক্ষা অফিসার, মুন্সীগঞ্জ সদর।

৪। সহ-সভাপতি প্রধান শিক্ষক, পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সদর।

৫। সহ-সভাপতি প্রধান শিক্ষক, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর। 



৬। সহ-সভাপতি : প্রধান শিক্ষক, আলহাজ্ব এম এ খালেক উচ্চ বিদ্যালয়, সদর।

৭। কমিশনার মোঃ মোজাম্মেল হক, প্রধান শিক্ষক, যোগীনিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর।

৮। সহকারী কমিশনার (সংগঠন), মোঃ আশরাফ উদ্দিন, ক্রীড়া শিক্ষক, মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়, সদর।

৯। সহকারী কমিশনার (এডাল্ট রিসোর্সেস প্রশাসন ও ফাউন্ডেশন) মোঃ তানজির মোল্লা, সহকারী শিক্ষক, নৈরপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর।

১০। সহকারী কমিশনার : ( সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) রাজকুমারী মুখার্জী, সহকারী শিক্ষক, মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর।



১১। সহকারী কমিশনার (উন্নয়ন প্রকল্প ও ভূ-সম্পত্তি) আরিফ হেলালী সবুজ, ক্রীড়া শিক্ষক, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়, সদর। 

১২। সহকারী কমিশনার : (গার্ল ইন স্কাউটিং) সালমা সুলতানা তুলি, ক্রীড়া শিক্ষক, মাকহাটী গুরুচরণ উচ্চ বিদ্যালয়, সদর।

১৩। সহকারী কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং এবং মিডিয়া এন্ড পাবলিকেশন)মোঃ জসীমউদ্দিন, সহকারী শিক্ষক, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর।

১৪। সহকারী কমিশনার (আইসিটি গভেষণা ও মূল্যায়ন এবং মেম্বারশীপ ফাউন্ডেশন) স্নিগ্ধা হোসেন,সহকারী শিক্ষক, ইদ্রাকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর। 

১৫। সম্পাদক : ফারুখ আহাম্মদ, প্রধান শিক্ষক, মাকহাটী গুরুচরণ উচ্চ বিদ্যালয়, সদর।

১৬। যুগ্ম সম্পাদক : মোঃ জাকির হোসেন, প্রধান শিক্ষক (ভার:) বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর। 

১৭। উপজেলা কাব স্কাউট্স লিডার : জিনিয়া ফেরদৌস, সহাকারী শিক্ষক, নয়াগাঁও সরকারি প্রাথমিকবিদ্যালয়, সদর। 

১৮ । উপজেলা স্কাউট্স লিডার মোঃ মেহেদী হাসান, ক্রীড়া শিক্ষক, প্রে. প্র. ড: ইয়াজউদ্দিন আহম্মেদ রেসি. মডেল স্কুল এন্ড কলেজ, সদর।

১৯। কোষাধ্যক্ষ : আঃ হামিদ, প্রধান শিক্ষক, ঘাসিপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর

২০। গ্রুপ কমিটির প্রতিনিধি:

(ক) প্রধান শিক্ষক, বজ্রযোগিনী জে.কে. উচ্চ বিদ্যালয়, সদর। 

(খ) প্রধান শিক্ষক, বকুলতলা এইচ.এ.কে. উচ্চ বিদ্যালয়, সদর।

(গ) প্রধান শিক্ষক, ইদ্রাকপুর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর। 

(ঘ) প্রধান শিক্ষক, নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর।

২১। ট্রেনার প্রতিনিধি: নাজমা চৌধুরী এলটি, প্রধান শিক্ষক, নৈরপুকুড়পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর।

২২। জেলা প্রতিনিধি : এডভোকেট মজিবুর রহামান শেখ, সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউট্স, মুন্সীগঞ্জ জেলা । 

২৩। (ক) সহযোজিত সদস্য : মেয়র, মুন্সীগঞ্জ পৌরসভা, মুন্সীগঞ্জ সদর।

(খ) সহযোজিত সদস্য মেয়র, মিরকাদিম পৌরসভা, মুন্সীগঞ্জ সদর।

SHARE

0 komentar: