প্রাথমিক বিদ্যালয়ের চলিত মাসের মাসিক সমন্বয় সভায় আলোচিত বিষয় সমূহ নিম্নরূপঃ
১.Key Data Display Board এর অগ্রগতি যাচাই ।
২. বার্ষিক শিখন পরিকল্পনা ২০২৩ ও শ্রেণি রুটিন এর ব্যবহার নিশ্চিত।
৩. শিশু জরিপও ঝরে পড়ার তথ্য জমা প্রদান।
৪. বিদ্যলয়ে যথা সময়ে আগমন ও প্রস্থান।
৫. নতুন জাতীয় পতাকা ও পতাকা স্ট্যান্ড সঠিকভাবে স্থাপন।
৬. বিদ্যালয়ের সকল রেজিঃ হালফিল করণ।
৭. শতভাগ ভর্তি নিশ্চিত, মনিটরিং বোর্ড হালফিল ও ক্যাচমেন্ট এলাকার ম্যাপ তৈরি।
৮. শিল্প, বিজয় দিবস ও অন্যান্য ভাউচার জমা প্রদান।
৯. সকল ধরণের বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করণ।
১০. মেয়াদোত্তীর্ণ এসএমসি গঠনের যথাযথ ব্যবস্থা গ্রহণ
১১. মেয়াদোত্তীর্ণ পিটিএ গঠনের যথাযথ ব্যবস্থা গ্রহণ।
১২. ক্ষুদ্র মেরামতের পরিপত্র অনুযায়ী এসএমসির মাধ্যমে বিদ্যালয়ের চাহিদা মোতাবেক উপজেলা প্রকৌশলী কর্তৃক প্রাক্কলন তৈরি করে সে অনুযায়ী কাজ বাস্তবায়ন ।
১৩. ডাবল শিফ্ট এর বিদ্যালয়কে এক শিফটে পরিচালনা।
১৪. ৫০ জনের কম শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়ের তালিকা তৈরি।
১৫. কাব হলিডে উদযাপন ।
১৬. বিবিধ ।
0 komentar: