Friday, November 4, 2022

প্রাথমিকের শিক্ষার্থীদের শিখন অগ্রগতির প্রতিবেদন-২০২২ এর নমুনাকপি ও ফাঁকা কপি দেওয়া হলো।

SHARE


বার্ষিক মূল্যায়ন পদ্ধতি-২০২২

১) প্রতিটি বিষয়ে ২০ নম্বরের সাপ্তাহিক শ্রেণি পরীক্ষা চলমান থাকবে এবং ফলাফল সংরক্ষণ করতে হবে।
২) বছর শেষে বার্ষিক পরীক্ষার ন্যায় প্রতি বিষয়ে ৬০ নম্বরের ৩য় প্রান্তিক পরীক্ষা নিতে হবে। বাংলাদেশের সকল বিদ্যালয়ে এ পরীক্ষা কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত একটি সুনির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত হবে।
৩) প্রত্যেকটি বিষয়ের সর্বোচ্চ নম্বর পাওয়া ৫টি শ্রেণি পরীক্ষার (৫ × ২০ = ১০০ এর) ৪০% নম্বরের সাথে ৩য় প্রান্তিকের প্রতি বিষয়ে ৬০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর যোগ করে ২০২২ এ শিক্ষার্থীর অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন করে ফলাফল ঘোষণা করে শিক্ষার্থীর অভিভাবকের নিকট এই ফলাফল তুলে দিতে হবে। শিক্ষার্থীর এই শিখন অগ্রগতির সমন্বিত রেকর্ড প্রত্যেক বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে।

নিচে শিক্ষার্থীর শিখন অগ্রগতির প্রতিবেদন-২০২২ এর নমুনাকপি ও ফাঁকা কপি দেওয়া হলো।






SHARE

0 komentar: