করোনাভাইরাসের সর্বশেষ খবর ও লাইভ আপডেট দেখতে নিচে ক্লিক করুন
https://manobsebasongbad24.blogspot.com/2021/04/blog-post_58.html
মুন্সীগঞ্জ সদর উপজেলা পর্যায়ে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে ১১৫টি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আনিসুজ্জামান আনিস। উপজেলা নির্বাহী অফিসার জনাব হোসাইন মোঃ আল- জোনায়েদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার জনাব মোছাঃ নাছিমা খানম সহ সহকারী উপজেলা শিক্ষা অফিসার গন
ক ও খ গ্রুপে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ৫০টি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। ইভেন্ট গুলো হলো ঃ
গ্রুপ " ক " ( বালক / বালিকা )
১. ৫০ মিটার দৌড় , ২. ২৫ মিটার চকলেট দৌড় , ৩. দীর্ঘলাফ , ৪ ক্রিকেট বল নিক্ষেপ ৫. গুপ্তধন উদ্ধার , ৬. যেমন খুশি তেমন সাজ গ্রুপ।
"খ" গ্রুপ
১. ১০০ মিটার দৌড় , ২. দীর্ঘলাফ , ৩. উচ্চ লাফ , ৪. ভারসাম্য দৌড় , ৫. রিলে রেইস , ৬. ক্রিকেট বল নিক্ষেপ , ৭. অংক দৌড় । ৷
সাংস্কৃতিক প্রতিযোগিতা গ্রুপ " ক " ( বালক / বালিকা ) ১. ছড়া ( আবৃত্তি ) , ২. চিত্রাংকন , ৩. নৃত্য , ৪. সুন্দর হাতের লেখা ( বাংলা )
গ্রুপ "খ "( বালক / বালিকা ) ১. কবিতা আবৃত্তি , ২. চিত্রাংকন , ৩. নৃত্য , ৪. পল্লীগীতি / লোকগীতি , ৫. দেশাত্ববোধক গান , ৬. একক অভিনয় , ৭. উপস্থিত বক্তৃতা । ৮. শ্রেষ্ঠ কাব শিশু । . ক গ্রুপ : ১ ম ও ২ য় শ্রেণি , খ গ্রুপ : ৩ য় , ৪ র্থ ও ৫ ম শ্রেণি ।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার গণের নেতৃত্বে একদল শিক্ষক খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার ইভেন্ট পরিচালনা ও বিচারকের দায়িত্ব পালন করেন।
দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন










0 komentar: