Friday, August 27, 2021

আগামি কয়েক ঘন্টার মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে নির্দেশনা যাচ্ছে

SHARE


 
নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

করোনাভাইরাসের সর্বশেষ খবর ও লাইভ আপডেট দেখতে নিচে ক্লিক করুন

https://manobsebasongbad24.blogspot.com/2021/04/blog-post_58.html

নতুন করে ছুটি বেড়েছে। কভিড-১৯ পরিস্থিতির কারণে সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের চলামান ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলা খুলে দেয়ারও সিদ্ধান্ত হয়েছে।এই পরিস্থিতিতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাধ্যতামূলক কভিড-১৯ এর টিকা নিতে বলা হয়েছে। সেজন্য দুই-এক দিনের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২৬ আগস্ট, বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিয়ে অনলাইনে এক সভায় এধরনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সেই সভা সূত্রে জানা গেছে, দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমায় আগামী অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার লক্ষ্যমাত্রা হাতে নিয়ে সব প্রস্তুতি শুরু করা হয়েছে। সেজন্য পুরোদমে টিকা দেওয়ার কাজও চলছে। এখনো যেসব স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা টিকার আওয়াতর আসতে পারেননি তাদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাধ্যতামূলক টিকা দুটি ডোজ নিতে বলা হয়েছে।
এছাড়া কভিড এর টিকা নিতে যদি কারও শারীরিক সমস্যা থাকে তবে তা লিখিতভাবে অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে। তাদের বিষয়ে কী করা যায়, সেই সিদ্ধান্ত অধিদপ্তরই গ্রহন করবে।
সুত্র -দৈনিক বিদ্যালয় ডটকম।

(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)

এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0



SHARE

0 komentar: