নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
করোনাভাইরাসের সর্বশেষ খবর ও লাইভ আপডেট দেখতে নিচে ক্লিক করুন
https://manobsebasongbad24.blogspot.com/2021/04/blog-post_58.html
বঙ্গোপসাগরের একবার জাল ফেলেই ধরা পড়েছে ১৭০ মণ ইলিশ। মাছগুলো বিক্রি হয়েছে প্রায় ৫০ লাখ টাকায়। একসঙ্গে এতো মাছ ধরা পড়ার খুশিতে ট্রলারের মাঝিকে ৫০ হাজার টাকার একটি স্বর্ণের চেইন উপহার দিয়েছেন ট্রলার মালিক।রোববার (২২ আগস্ট) রাতে ফেলা জালে পাথরঘাটা বৃহত্তম মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসাইনের মালিকানাধীন এফবি আল মদিনা নামের মাছ ধরা ট্রলারে মাছগুলো ধরা পড়ে।মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মাছ ২১ থেকে ৫২ হাজার টাকা মণ দরে প্রায় ৫০ লাখ টাকায় কিনে নেন ১৫ জন পাইকার।এফবি আল মদিনা ট্রলারের মাঝি মো. ইমরান হোসেন বলেন, শনিবার (২১ আগস্ট) পাথরঘাটা থেকে রসদ নিয়ে গভীর সাগরে মাছ শিকারে যাই। রোববার রাতে জাল পেতে সোমবার (২৩ আগস্ট) সকালে জাল তুললে প্রচুর মাছ পাই। ট্রলারে মাছ রাখার জায়গা না হওয়ায় সোমবার রাতেই পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) নিয়ে আসি। পরে মঙ্গলবার সকাল থেকেই মাছ বিক্রি শুরু হয়। দুপুর ১২টার মধ্যে সব মাছ বিক্রি হয়ে যায়।এফবি আল মদিনা ট্রলারের মালিক পাথরঘাটার এনামুল হোসাইন জানান, এখন ইলিশের ভরা মৌসুম। তার পরও জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। আমার ট্রলারে বিপুল পরিমাণ মাছ ধরা পড়েছে। এজন্য আমি খুশি হয়ে নৌকার মাঝিকে একটি স্বর্ণের চেইন উপহার দিয়েছি।
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
0 komentar: