Tuesday, May 4, 2021

দেখুন,প্রাথমিকের অন্তর্বর্তীকালীন পাঠপরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের জন্য ব্যবহার নির্দেশিকা

SHARE

নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

করোনাভাইরাসের সর্বশেষ খবর ও লাইভ আপডেট দেখতে নিচে ক্লিক করুন


কোভিড-১৯ সময়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষর্থীদের  শিখন কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা এবংন স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বাড়ীর কাজ প্রদানে প্রনীত কিছু নির্দেশনা

সাধারণ নির্দেশনা

১. শিক্ষার্থীর্দর পাঠ্যবইয়ের প্রথম  থেকে  ক্রমান্বয়ে সকল  অনুশীলনীর বাড়িরকাজ নামে ক্রমিক নম্বর প্রদান করা হয়েছে।  

২.বাংলা বিষয়ের বাড়ির কাজ করার ক্ষেত্রে কোন বিষয়বস্তুু (গল্প, কবিতা, নাটক,বর্ণনা) পড়তে হবে,তার নির্দেশনা বাড়ির কাজের সাধারণ তথ্য অংশে উল্লেখ করা আছে।

৩.প্রতি সপ্তাহের জন্য মূল পাঠপরিকর্পনার ৬ দিনের পাঠ নির্ধারণ করা হয়েছে। 

৪.সাপ্তাহিক পরিকল্পনায় শুক্রবারসহ অন্যান্য জাতীয় ছুটির দিন বাদ দিয়ে শ্রেণি কার্যক্রমের দিনগুলোকে তারিখের কলামে উল্লেখ করা হয়েছে। 

৫.মূল পাঠপরিকল্পনায় সাময়িক পরিক্ষার জন্য নির্ধারিত দিনগুলোকে পাঠ দিবস হিসেবে গণ্য করা হয়েছে।

৬.শিখন ঘাটতি পূরণে পূর্বের শ্রেণির আবশ্যকীয় শিখন বিষয়বস্তুু শেড দিয়ে চিহ্নিত করা হয়েছে। মেড দেয়া ঘরের সংযুক্ত পূর্ববর্তী পাঠ বা পাঠ্যাংশ বা অনুশীলনগুলো আগে শিক্ষর্থীদের বুঝিয়ে দিতে হবে, তারপর বর্তমান শ্রেণির পাঠ বা পাঠ্যাংশ বা অনুশীলনী শিক্ষক বুঝিয়ে দিবেন।

৭.যে পাঠের সাথে যে বাড়ীর কাজ সম্পর্কিত তা শ্রেণি ও নম্বরসহ টেবিল উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীরা  সরবরাহকৃত বাড়ীর কাজগুলো পূরণ করার আগে তাদের পাঠ্যবইয়ে প্রদত্ত অনুশীলনী বা এক্টিভিটিগুলো  কলম/পেন্সিল দিয়ে পূরণ করবে,তারপর ওয়ার্কশীটগুলো পূরণ করবে। 

৮.শিক্ষন ঘাটতি পূরণে পূর্বের শ্রেণির পাঠের সাথে সম্পর্কিত বাড়ির কাজ পরবর্তী শ্রেণির বাড়ির কাজের সাথে ক্রমিক নম্বরসহ উল্লেখ করা হয়েছে।

৯.বিদেশি ভাষা হিসেবে ইংরেজি ষিয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পড়া, বাড়ির কাজগুলো করতে শিক্ষার্থীদের অভিভাবকগণ ( পিতা-মাতা,ভাই,বোন) সহায়তা করবেন।

# পাঠপরিকল্পনা বাস্তবায়ন করতে, শিক্ষকের জন্য ব্যবহার নির্দেশিকা

১.পতি সপ্তাহের নির্দিষ্ট পাঠের বিষয়বস্তুু  ও সংশ্লিষ্ট বাড়ির কাজ শিক্ষার্থীদের কাছে প্রয়োজনীয় সহায়তা ও নির্দেশনাসহ পেীছানোর ব্যবস্থা গ্রহণ করবেন।

.নির্দিষ্ট সময় শেষে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাই করবেন ও বাড়ির কাজ সংগ্রহ করে তার ভিত্তিতে !! শিক্ষার্থী প্রোফাইল !! তৈরি ও সংরক্ষণ করবেন।

৩.অনলাইন শ্রেণি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পাঠপরিকল্পনায় নির্দিষ্ট তারিখের নির্ধারিত পাঠ ( শিখন ঘাটতি পূরণ পরিকল্পনাসহ ) উপস্থাপন করবেন। পাঠ উপস্থাপনার সাথে সাথে ঐ পাঠর জন্য নির্ধারিত বাড়ির কাজস শিশুদের যথাযথ নির্দেশনাসহ বুঝিয়ে দিবেন।

৪.সকল কর্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করবেন।

তথ্য সুত্রঃ জাতীয় পাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ,ময়মনসিংহ

(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)

এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0


SHARE

0 komentar: