নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
করোনাভাইরাসের সর্বশেষ খবর ও লাইভ আপডেট দেখতে নিচে ক্লিক করুন
বড় হয়ে ডাক্তার হবে এমনটাই সপ্ন ছিল আরিফ হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের। তবে তার এই সপ্ন যেন অপূরর্নই থেকে গেল। কারণ ১৩ বছর যাবত আরিফ থ্যালাসেমিয়া (ব্লাডক্যান্সার) রোগ তার শরীরে বহন করে আসছে।আরিফের পরিবার খুবই দরিদ্র চিকিৎসার খরচ চালানোর মত সামর্থ্য নেই তাদের। বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী গ্রামের বাসিন্দা জাকির হাওলাদার ছেলে আরিফ হোসেন।জানা যায়, জন্মের তিন বছর বয়স পর্যন্ত আরিফ সুস্থ ছিল। এরপর ধীরে-ধীরে আরিফের শরীরের চামড়া সাদা হয়ে যেতে থাকে। আরিফের বাবা বরগুনা জেনারেল হাসপাতালে আরিফকে চিকিৎসা করালে চিকিৎসকরা তার শরীরে রক্তশূন্যতার কথা জানায়।রক্ত দেওয়ার পরে মোটামুটি সুস্থ ছিল আরিফ। পরে আবার অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম চকবাজার মেডিকেল হাসপাতাল চিকিৎসা করালে ডাক্তাররা আরিফের শরীরে ক্যান্সারের জীবাণু ও পেটের ভেতর আয়রনের একটি চাকার উপস্থিতি পায়। অপারেশন করালে আরিফ মোটামুটি সুস্থ হলেও প্রতিমাসে আরিফের শরীরে দুই থেকে তিন ব্যাগ রক্ত দিতে হত।
অপারেশনের পরে ডাক্তাররা আরিফের বাবাকে আশ্বাস দিয়েছিল ১০ থেকে ১১ বছর বয়স হলে আরিফকে ভারতে নিয়ে অপারেশন করলে হয়ত সে আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে পেতে পারে।
আরিফকে প্রতিমাসে ৩ ব্যাগ করে রক্ত দিতে হয়। বর্তমানে আরিফের অবস্থা খুবই আশঙ্কাজনক। ভারতে নিয়ে উন্নত চিকিৎসা না করালে হয়তো নিভে যেতে পারে আরিফের প্রাণপ্রদীপ।দিনমজুর বাবা গৃহিণী মায়ের অভাবের সংসারে ছেলের চিকিৎসার জন্য জমিজমা যা ছিল সব বিক্রি করে এখন প্রায় নিঃস্ব হয়ে ছেলের চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে হাত পাতছেন অসহায় এ পরিবার।আরিফের বড় ভাই রাকিব হোসেন বলেন, ভাইটা ১৩ বছর যাবত ব্লাডক্যান্সার রোগে আক্রান্ত। প্রতি মাসে রক্ত দিয়ে বাঁচাতে হয়। ৫ম শ্রেণিতে উঠে আর স্কুলে যাওয়া হয় নি তার। দিনদিন তার শারীরিক অবস্থা খুবই খারাপ হচ্ছে। ডাক্তার বলছে উন্নত চিকিৎসার জন্য বাহিরে নিতে হবে। তাতে প্রায় ৩৫ লাখ টাকার বেশি খরচ হবে।
আমার বাবা দিনমজুর, পরিবারের ভরন পোষণ ক্ষমতাই নরবড়ে। এমতাবস্থায় রমজান মাস উপলক্ষে আপনাদের কাছে আকুল আবেদন করলাম যদি কারো পক্ষ থেকে সম্ভব হয় তাহলে একটু সহযোগীতার হাত বাড়াবেন।
আরিফের বাবা জাকির হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি এক হতভাগা বাবা, চিকিৎসার অভাবে ছেলে আমার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাবা হয়ে এই কষ্ট দেখার মতন না। সমাজের বিত্তবানদের কাছে আমার ছেলের জন্য সাহায্যর আবেদন করছি, আপনারা আমার ছেলেকে বাঁচাতে আমাকে আমাকে সাহায্য করুন। আপনারা এগিয়ে আসলে আমি হয়ত ছেলের চিকিৎসা করাতে পারব।
যোগাযোগ :
আরিফের বড় ভাই
রাকিব হোসেন
মোবাইল : ০১৭৩২৬৯৭১৭৩
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে) এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
0 komentar: