নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
বরগুনা জেলার তালতলী উপজেলাধীন কড়ইবাড়িয়া সমাজসেবা ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও ৯ম তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল কড়ইবাড়িয়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে আসছে ১০ ই মার্চ-২০২১ রোজ-বুধবার।উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিতি থাকবেন,বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মোফাচ্ছেরে কুরআন ,হযরত মাওলানা মুফতী জিল্লুর রহমান,খতিব,নূরানী জামে মসজিদ,ডেমরা ঢাকা। বিশেষ অতিথিী আলোচক হিসেবে উপস্থিত থাকবেন,কড়ইবাড়িয়া দারুস সুন্নাত দাখিল মাদরাসার সাবেক ছাত্র,জনাব হযরত মাওলানা মুহাম্মদ জাহিদুল্লাহবিন জিহাদী, জনাব মাওলানা রেদওয়ান উল্লাহ মুহাম্মদ আব্দুর রশীদ,উক্ত মাহফিলে অতিথী হিসেবে উপস্থিত থাকবেন,জনাব নূর মোহাম্মদ মাষ্টার,চেয়ারম্যান,কড়ইবাড়িয় ইউনিয়ন পরিষদ,তালতলী,বরগুনা-জনাব মেুহাম্মদ আজিজুল হক সিকদার,প্রতিষ্ঠাতা ও সভাপতি,আলির বন্দর এ এম মাধ্যমিক বিদ্যালয়,তালতলী,বরগুনা-জনাব মোঃ জামল হোসেন,প্রধান শিক্ষক,আলির বন্দর এ এম মাধ্যমিক বিদ্যালয়,তালতলী,বরগুনা-জনাব মোঃ নান্নু সিকদার,সভপতি,কড়ইবাড়িয়া বাজার ব্যবসায়ী সমিতি-জনাব মুহাম্মদ মোফাজ্জল হোসেন ইউনুস মাষ্টার,,উপদেষ্টা মন্ডলীর সভাপতি,অত্র সংগঠন-জনাব মোঃ হাবিবুর রহমান কামাল মোল্লা,উপদেষ্টা মন্ডলীর সদস্য,অত্র সংগঠন -উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন,হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার,ভারপ্রাপ্ত সুপার,দক্ষিণ ঝাড়াখালী ছালেহীয়া দাখিল মাদরাসা-উক্ত মাহফিলে আগত ইসলাম প্রিয় ভাইদের শুভেচ্ছা জানাবেন,জনাব মোঃ ফরিদ হোসেন মল্লিক,সভাপতি,কড়ইবাড়িয়া সমাজসেবা যুব সংগঠণ,তালতলী,বরগুনা ও জনাব সৈয়দ মুহম্মদ সালাউদ্দিন ,সভাপতি,কড়ইবাড়িয়া সমাজসেবা ছাত্র সংগঠণ,তালতলী,বরগুনা-মাহফিল পরিচালনা করবেন,জনাব মাওলান মোঃ বাহাউদ্দিন ও আরজগুজারে মুহাম্মদ রাসেল তালুকদার উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দো জাহানের অশেষ নেকী হাসিলের অনুরোধক্রমে, কড়ইবাড়িয়া সমাজসেবা ছাত্র ও যুব সংগঠন,তালতলী,বরগুনা।
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে) এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
0 komentar: