নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
অাজ ১৫ মার্চ ২০২১ রোজ সোমবার বরগুনা জেলার তালতলী উপজেলাধীন কড়ইবাড়িয়া বাজারে তালতলী উপজেলা থানা পুলিশের অায়োজনে, সন্ত্রাস, জ’ঙ্গীবাদ, মা’দক, সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং কিশোর গ্যাং, ধ’র্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক মহোদয় , পুলিশ সুপার, বরগুনা। এ সময় আরো উপস্থিত ছিলেন, বরগুনা জেলার তালতলী থাকার সম্মানিত ইনচার্জ,জনাব মোঃ কামরুজ্জামান মহোদয়, তালতলী উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মনিকা নাজনীন মনি
,কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃনূর মোহাম্মদ মাস্টার,ও স্থানীয় গণ্য মাণ্য ব্যাক্তিবর্গ গণ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ।অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনাসহ নারীর প্রতি যে কোন ধরনের সহিংসতা রোধে বরগুনা জেলা পুলিশ আপোষহীন মর্মে পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে উল্লেখ করেন এবং অপরাধ ও মা’দক মুক্ত আদর্শ বরগুনা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে
সেবামূলক আরও সংবাদ লিখতে) এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে
সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
0 komentar: