Friday, February 19, 2021

দ্বিতীয় ছারছীনা দরবার নামে খ্যাত আমতলীর আমরাগাছিয়া জুমআর নামাজে লাখো মানুষের ঢল

SHARE



নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ


মাহফিলে উপস্থিত মুসল্লীর একাংশ

ছারছীনা দরবার শরিফ থেকে পরিচালিত ২য় ছারছীনা নামে খ্যাত বরগুনা জেলার আমতলী উপজেলায় অবস্থিত আমড়াগাছিয়া খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সে ঐতিহাসিক তিনদিন ব্যাপি মাহফিলের আজ তৃতীয় দিনে জুমআর নামাজের পড়ে লাখো মানুষের উপস্থিতিতে অশ্রুসিক্ত চোখে আমিন আমিন ধ্বনিতে শেষ হলো।


আখেরি মুনাজাত পরিচালোনা করেন আমিরে হিজবুল্লাহ হযরত পির সাহেব হুজুর ( মাঃ জিঃআঃ) উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন আমিরে শরিয়ত, আমিরে তরিকত ছারছীনা দরবারের পির সাহেব হুজুর (মাঃজিঃআঃ) তার দুই সাহেবজাদা।আরো উপস্থিত ছিলেন পটুয়াখালীর-১ আসনে এমপি মহোদয়,আমতলি উপজেলার নির্বাহি অফিসার আসাদুজ্জামান, আমতলী উপজেলার মেয়র মহোদয়।

(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0



(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)



SHARE

0 komentar: