নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
আজ ১৩ ফেব্রুয়ারী-২০২১ খ্রিঃ ৩০ শে মাঘ,রোজ শনিবার, বরগুনা জেলার তালতলী উপজেলায় আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।ইসলামী আন্দোলন বাংলাদেশ তালতলী উপজেলা শাখার উদ্যোগে ওলামা ও সুধী সমাবেশ, পীর সাহেব চরমোনাই-এর অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি বরগুনা জেলাধীন তালতলী উপজেলা শাখা মুজাহিদ কমিটির উদ্যোগে “বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির” তালতলী সরকারী মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এতে পীর সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং তালতলী উপজেলার শীর্ষ ওলামায়ে কেরাম ও সুধী সমাজের সাথে মতবিনিময় করবেন।পীর সাহেব চরমোনাই-এর আগমনে ওলামা সুধী সমাবেশকে সর্বাত্মকভাবে সফল ও তালতলী উপজেলার সর্ববৃহৎ ওলামা ও সূধী সমাবেশে রূপ দেয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তালতলী উপজেলা ও আন্দোলনের সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সমাবেশকে ঘিরে তালতলীর সর্বস্তরের আলেম সমাজ ও সূধীজনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নেতা-কর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উদ্দীপনা ও কর্মচাঞ্চল্যতা।আমীরের আগমনে উপলক্ষে গৃহীত কর্মসূচি সফলের জন্য উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা, সদস্য,কর্মী ও দায়িত্বশীলদের প্রতি আহবান ও পীর সাহেব হুজুরের আগমণকে স্বাগতম জানিয়েছেন, আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ,সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ,বরগুনা জেলা শাখা -মুজাহিদ কমিটি বাংলাদেশ তালতলী উপজেলা শাখার, সদর, হযরত মাওলানা মুহাম্মাদ আব্দুস সবুর-মাওলানা মোঃ আফজাল হোসাইন,সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ,তালতলী উপজেলা শাখা-
সম্পাদক,তালতলী উপজেলা শাখা-মোঃশফিউল্লাহ বাশার,সাবেক সভাপতি,ইশা ছাত্র আন্দোলন,তালতলী উপজেলা শাখা- মোঃ কামাল উদ্দিন,প্রচার সম্পাদক,বরগুনা জেলা শাখা-মোঃ আবুল হাসান,সভাপতি,ইশা ছাত্র আন্দোলন,তালতলী উপজেলা শাখা, প্রমূখ।
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন






0 komentar: