Monday, December 7, 2020

দেখে নিন,(EFT)এর ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে প্রশিক্ষণের প্রশ্ন উত্তর পর্ব ও প্রশিক্ষণের হার্ড কপি

SHARE

নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

 Ibas++ training এর পর কিছু প্রশ্ন উত্তরের সমাধানঃ
 
১। মাতৃত্বকালীন ছুটি আর সন্তানের জন্ম তারিখে মিল না থাকলে কোন সমস্যা হবে না।
২। যাদের স্বামী/ স্ত্রীর আইডি কার্ড নেই তাদের ক্ষেত্রে ঔ ঘর টা ফাকা রাখলে হবে, সমস্যা নেই। তবে পরে দ্রুত করিয়ে নিলে ভাল হয়।
৩। যারা জিপিএফ এ সুদবিহীন নিতে চান শুধু ফরমে টিক দিলেই হবে, অফিসে কোন আবেদন লাগবে না।
৪। যাদের জিপিএফ নং নাই তাদের ঔ ঘর টা ফাকা রাখলে হবে, সমস্যা নেও। দ্রত পরে করে নিবেন।
৫। সন্তানের ক্ষেত্র বাচ্চার বয়স ৫ হলে জন্মনিবন্ধন বাধ্যতামুলক, না হলে শিক্ষা ভাতা পাবে না। ৫ এর কম হলে যাদের নিবন্ধন নাই তাদের সমস্যা নাই, কিন্তু দ্রুত করিয়ে নিবেন।
৬। হেড স্যারেরা আপতত ৩ য় শ্রেণির ঘরে টিক দিবেন।
৭। NID নং অবশ্যই ফিক্সেশান এ যেটা দিয়েছেন সেটাই দিতে হবে, এর ব্যত্যয় ঘটলে বেতন আসবে না।
৮। ব্যাংক একাউন্ট এ আপনার যে নাম আছে সেটাই দিতে হবে, যদি সেটা ভুল ও হয়। যেমন আমার নাম ISTIAK AHAMMAD কিন্তু ব্যাংক হিসেবে আমার নাম ISTIAK AHMED ব্যাংক হিসাব নং এ আমার নাম ISTIAK AHMED অর্থাৎ ভুলটাই লিখতে হবে।
৯। ব্যাংক একাউন্ট নম্বর অবশ্যই অনলাইন নম্বর হতে হবে। যাদের অনলাইন নম্বর নাই তারা দ্রুত করে নিন।
১০। যাদের জিপিএফ থেকে লোন আছে শুধু তাদের তথ্য দিতে হবে, অন্য কোন লোনের ক্ষেত্রে কোন তথ্য দেয়ার প্রয়োজন নেই।
EFT প্রশিক্ষণের হার্ড কপি,স্পষ্ট দেখা না গেলে ছবিতে টাচ করুণঃ





























  • এম.এস.24.বি.ডটকম

    এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


    https://manobsebasongbad24.blogspot.com/


    (আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)




SHARE

0 komentar: