Friday, December 11, 2020

অামরা,কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠন গভীরভাবে শোকাহত

SHARE

নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

১০ ডিসেম্বর -২০২০ খ্রিঃ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ০৫:৩৫ মিনিটে বার্ধাক্য জনিত কারনে ,বরগুনা জেলার তালতলী উপজেলাধীন কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠনের সম্মানিত সহ- সভাপতি জনাব মোঃ দেলোয়ার হোসেন নোমান, এর শ্রদ্ধেয় পিতা পশ্চিম অালির বন্দর গ্রামের নিবাসী জনাব মোঃ কাছেম হাওলাদার, ইন্তেকাল করেন, ( ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) মরহুমের নামাজের জানাজা ১১ ডিসেম্বর -২০২০ রোজ,শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে উক্ত জানায় শরীক হয়ে মরহুমের অাত্মার মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করা হল।
তার এই মৃত্যুতে কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠন গভীরভাবে শোকাহত। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠনের এর সম্মানিত,উপদেষ্টা মন্ডলির সদস্য, জনাব মনিকা নাজনীন মনি, উপদেষ্টা মন্ডলির সদস্য,রাহিমা অাক্তার ম্যাডাম, সম্মানিত সভাপতি জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন অাকন, সাধারণ সম্পাদক জনাব অাবুল খায়ের,সংগঠনের অতিথী সদস্য জনাব মোঃ জিয়াউল হক রুবেল স্যার,সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ ফজলুল হক মাওলানা,সহ-সভাপতি জনাব মোঃ নুরুজ্জামান জামাল শরীফ, সহ-সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন রিপন শরীফ,দপ্তর সম্পাদক, মিজানুর রহমান মিলন অাকন,অর্থ সম্পাদক, অাব্দুল অাউয়াল, সিনিয়র সহকারী অর্থ সম্পাদক, জসিম উদ্দিন শরীফ,  সাংগঠনিক সম্পাদক, মোঃ ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক জনাব মোঃ মাহমুদুল হাসান, সহকারী প্রচার সম্পাদক, মোঃ জাহিদ,সহকারী অর্থ সম্পাদক, রোবায়েত হোসেন মৃর্ধা,সদস্য,শাহাবুদ্দিন শরীফ,হাসান,শাকিল,রাকিবুল রিফাত,অাসিফ সহ সংগঠনের সকল সদস্য , আল্লাহ্ তার পরিবারকে শোক সইবার ক্ষমতা দান করুন, তাকে জান্নাত দান করেন আমিন।
সেই সাথে সবার কাছে তার অাত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করছেন, এবং মহান অাল্লাহ তায়লা যেন তার পরিবারকে এই শোক সহিবার শক্তিদান করেন,অামীন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

0 komentar: