শিক্ষা সংবাদঃমানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
নিজস্ব সংবাদ ডেস্কঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর এর জাতীয় পর্যায়ে শ্রেষঠ পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হয়েছেন, ময়মনসিংহ পিটিআই বর্তমান ও মুন্সিগঞ্জ পিটিঅাইয়ের সাবেক পিটিআই সুপারিনটেনডেন্ট,জনাব মুহাম্মদ রকিবুল ইসালম তালুকদার মহোদয়, তার এই শ্রেষ্ঠত্বের জন্য মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকম এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন,তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (১২০৪৮) অানিস-রবিউল এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ অানিসুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব মোঃ নাজমুল সিদ্দিকী রবিউল, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ(১২০৪৮) অানিস-রবিউল এর মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ জাকির হোসেন লিটন ও সাধারণ সম্পাদক জনাব মোঃ তানজির মোল্লা, এবং তার স্নেহ ভাজন, জসিম উদ্দিন, সহকারী শিক্ষক, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,সদর,মুন্সিগঞ্জ।তার এই শ্রেষ্ঠত্বের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
https://manobsebasongbad24.blogspot.com/
(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)
0 komentar: