Sunday, November 1, 2020

জন্মদিনে শুভেচ্ছা জানানো সকল প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশঃ মোঃ জসিম উদ্দীন

SHARE

নিজস্ব প্রতিবেদকঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

অাজ ১ নভেম্বর -২০২০ইং রোজ রবিবার, ছিল মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলইমধ্যপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (১২০৪৮) অানিস-রবিউল এর মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ জসিম উদ্দীন এর শুভ জন্মদিন, তার এই জন্মদিন উপলক্ষ্যে তার প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে তিনি মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকম এর মাধ্যমে তাকে যারা যারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছন, কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, প্রথমেই সকল প্রশংসা ও শুকরিয়া জ্ঞ্যাপন করছি সেই মহান জাতে পাকের প্রতি,অালহামদুলিল্লাহ

অাজ ১ নভেম্বর, আমার ছিল পৃথিবীর আলোকের প্রথম দিন। যে দিনটিতে ছিল আমার জন্ম, এই দিনেই যে আমি পৃথিবীর আলো দেখেছিলাম, নিজের কর্মজীবনের ব্যাস্ততায় সেটা নিজেই ভুলে গিয়েছিলাম। কিন্তু “সোস্যাল নেটওয়ার্ক” নামক একটি অনলাইন বার্তাবাহক সকল প্রিয়জনদের কাছে এই জন্মদিনের সু-বার্তা বার বার স্মরণ করিয়ে দেয়।

সেই সুবাধে আমার সকল প্রিয়জনরা আমার অজান্তেই এই অত্যাধুনিক নেটওয়ার্কিং বহমান “সোস্যাল নেটওয়ার্ক” এর মাধ্যমে আমাকে বিভিন্ন প্রকারে, বিভিন্ন ভাবে এই আলোকিত ও অবিস্মরণীয় মুহুর্ত তথা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

আমার সেই সকল প্রিয়জন! যারা আমার এই আলোকিত জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভ কামনায় প্রত্যাশিত হয়েছেন, প্রথমেই সেই সকল শ্রদ্ধাবাজনদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার অন্তরের অন্ত:স্থল থেকে অফুরন্ত হৃদয় নিংড়ানো ভালবাসা ও আন্তরিক অভিনন্দন সহ লাল গোলাপের অনাবিল সু-গন্ধিত শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আপনাদের সকলের সুন্দর ভবিষ্যত এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের এই অফুরন্ত নিস্ক্লুস ও স্বাচ্ছন্দময়ী ভালবাসা আমার হৃদয়ের গভীরে অনাবিল স্থান হয়ে থাকবে। আপনাদেরকে স্মরণ রাখবো আজীবন। আমার জন্য সবাই দোয়া করবেন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে।

দোয়া কামনায় :
মোঃ জসিম উদ্দীন,
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
শিলইমধ্যপারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর মুন্সিগঞ্জ ও
যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (১২০৪৮) অানিস -রবিউল,মুন্সিগঞ্জ সদর শাখা।

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

1 comment:

  1. অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

    ReplyDelete