
মোঃ অাব্দুল্লাহ অাল মামুন পাটোয়ারী, কড়ইবাড়িয়া ইউনিয়ন প্রতিনিধিঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

অাজ ২ নভেম্ববর-২০২০ ইং রোজ সোমবার ছিল, রগুনা জেলার তালতলী উপজেলাধীন কড়ইবাড়িয়া বাজার ব্যবসায়ী ম্যানেজিং কমিটির নির্বাচন উক্ত নির্বাচনে ৪ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে যারা যারা বিজয়ের মালা পড়েছন তারা হলেনঃ
(০১)সভাপতি পদেঃ
সভাপতি পদে বিজয়ী হয়েছেন, জনাব মোঃ নান্নু সিকদার, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন।

(০২)সাধারণ সম্পাদক পদেঃ
সাধারণ সম্পাদক পদে বিজয়ী ফুটবল মার্কার
জনাব মোঃ সেলিম মোল্লা তিনি পেয়েছেন, ১২০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ মার্কার প্রার্থী জনাব মোঃ বাশার তালুকদার তিনি পেয়েছেন, ১১০ ভোট

(০৩) সাংগঠনিক সম্পাদক পদেঃ
সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, তালা-চাবী মার্কার জনাব মোঃ মজনু মুসল্লী তিনি পেয়েছেন, ১২৬ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল মার্কার জনাব রহিম দফাদার তিনি পেয়েছেন, ৭৬ ভোট,

এবং
(০৪)কোষাধ্যক্ষ পদেঃ
কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন, মই মার্কার জনাব মোঃ সিদ্দিক বয়াতী,তিনি পেয়েছেন ১৮২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিভিশন মার্কার জনাব মোঃ ফোরকান মোল্লা পেয়েছেন ৭৩ ভোট।

কড়ইবাড়িয়া বাজার ব্যবসায়ী ম্যানেজিং কমিটির নির্বাচনে যারা যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রত্যকের জন রইল, মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকম এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
সেই সাথে অাশা রাখি তারা তাদের অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন এবং কড়ইবাড়িয়া বাজার সাধারণ ব্যবসায়ী সমিতির সদস্যদের স্বার্থে সব সময় কাজ করে যাবেন, ইনশাআল্লাহ।
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
https://manobsebasongbad24.blogspot.com/
(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)
0 komentar: