Saturday, November 7, 2020

আজ সমাপ্ত হল বরগুনা পিটিআইতে অনুষ্ঠিত আটদিন ব্যাপী, মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ ক্যাম্প

SHARE

মোঃজাহিদ হাসান,বরগুনা জেলা প্রতিনিধিঃমানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ


জ ০৭ নভেম্বর২০২০ খ্রিঃ রোজ শনিবার শেষ হয়েছে, বরগুনা পিটিআইয়ে অনুষ্ঠিত গণিত বিষয়ের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, গত ৩১ অক্টোবর -২০২০ খ্রিঃ রোজ শনিবার, বরগুনা পিটিআইয়ে বরগুনা জেলার বিভিন্ন উপজেলার সম্মানিত শিক্ষকদের নিয়ে শুরু হয় এই গণিত বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ ক্যাম্প। জকের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ এস,এম,ফারুক মহোদয়,বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগ,বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এম এম মিজানুর রহমান মহোদয়,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,বরগুনা, জনাব জামাল হুসাইন খান মহোদয়,শিক্ষা অফিসার (এডিপিও) গনিত অলিম্পিয়াড



সভাপতিত্ব করেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম মহোদয়, সুপারিনটেনডেন্ট,বরগুনা পিটিআই, বরগুনা। জকের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং সম্মানিত প্রশিক্ষক   মহোদয়গণ মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ ক্যাম্পে বরগুনা জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রশিক্ষণ নিতে সা সম্মানিত শিক্ষকদের উদ্দ্যোশে বলেন যে, মারা যারা যারা গণিত বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ নিলাম তারা যেন এই প্রশিক্ষণকে কাজে লাগাই ও মরা যখন উপজেলার বিভিন্ন শিক্ষকদেরকে এই গণিত বিষয়ক প্রশিক্ষণ দিব তখন যেন তাদেরকে মরা ন্তরিকতার সাথে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার চেষ্টা করি এবং মাদের এই গণিত বিষয়ক ধারনা গুলো মাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে গনিত ভীতি দূর করতে সক্ষম হই
, উক্ত প্রশিক্ষণে  
 ট্রেইনার হিসেবে ছিলন,  -জনাব মোঃফোরকানুল ইসলাম মহোদয় ,ইন্সট্রাক্টর (সাধারণ), বরগুনা পিটিআই, জনাব মোঃ আদমে আমিফ মহোদয় ,একাডেমিক সদস্য, বাংলাদেশ গনিত অলিম্পিয়াড, এবং জনাব মোঃ নুরুলহুদা চৌধুরী,মহোদয়  ইন্সট্রাক্টর (সাধারণ),মুন্সীগঞ্জ পিটিআই
বরগুনা জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হাসান কথা বলেন, বরগুনা জেলার তালতলী উপজেলা থেকে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিতে শা উত্তর বেহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মোঃ হেমায়েত হোসেন স্যারের সাথে, হেমায়েত স্যার জেলা প্রতিনিধিকে জানান এই বিগত টদিন মরা হেসে খেলে গণিত বিষয় প্রশিক্ষন নিয়েছি সলে এই প্রশিক্ষণটা ছিল অনেক মজার এবং অনেক শেখার একটা প্রশিক্ষণ, ইনশাআল্লাহ মি মার প্রশিক্ষণকে অবশ্যই কাজে লাগব মাকে যখন উপজেলা পর্যায়ে অন্যান শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেয়ার জন ডাকা হবে মি তখন ন্তরিকতার সাথে প্রশিক্ষণ দেয়ার চেষ্টা করব এবং মি মার বিদ্যালয়ে কোমলমতি শোনা মনিদেরকে গণিত ভীতি অবশ্যই দূর করাব, ইনশাআল্লাহ।

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

0 komentar: