Thursday, October 29, 2020

মহাপরিচালক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানাল, বাংলাদেশ প্রা.স.শি সমাজ (১২০৪৮) অানিস-রবিউল,কেন্দ্রীয় কমিটি

SHARE

শিক্ষা সংবাদঃমানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

অাজ ২৯ শে অক্টোবর রোজ বৃহস্পতিবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক জনাব আলমগীর মুহম্মদ মনসুরুল আলম মহোদয় কে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (আনিস-রবিউল)’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (১২০৪৮)অানিস-রবিউলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব
মোঃ আনিসুর রহমান ,
সাধারণ সম্পাদক
নুরে আলম সিদ্দিকি রবিউল,
অর্থ সম্পাদক গাজী সালাউদ্দিন ,
মিডিয়া সম্পাদক শীশির কীর্তনিয়া
সহ মিডিয়া সম্পাদক
রিয়াজ হোসেন সহ
ঢাকা মহানগর এর সভাপতি জনাব
মোঃ অাব্দুর রহমান সহ ও অন্যান্য নেতৃবৃন্দ।

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপঊনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

0 komentar: