নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
উপৃত্তির তথ্য যেভাবে আপলোড করবেন এবং যে সকল বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে
#q1_এবং_q2_এর_তথ্য_এডিট_সংক্রান্ত
সম্মানিত শিক্ষকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপবৃত্তির নগদের পোর্টাল ওপেন করা হয়েছে। আগামী ২৫/০৩/২১ তারিখের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে।
#যে_বিষয়_গুলো_বিশেষ_লক্ষ্য_রাখতে_হবে
১. এবার একসাথে ৬ মাসের অর্থাৎ দুটি কিস্তির চাহিদা তথ্য সাবমিট করতে হবে।
২. প্রথমে q1 অংশের ( ছবিতে দেখুন, নীল হাইলাইটেড অংশ) কাজ করতে হবে নয়ত q2 এর কাজ করতে পারবেন না।
#৩_দুর্ভাগ্যজনক_হলেও_সত্য_নতুন_করে_কোনো ছাত্র তথ্য এন্ট্রি বা ডিলিট করতে পারবেন না।
৪. শুধুমাত্র তারা যে কয় মাসের টাকা পাবে সেই সকল ঘরের টিক চিহ্ন দিয়ে eligible করুন আর সেভ করে সাবমিট করুন।
৫. সেভ না করলে submit to cluster বাটন পাবেন না।
৬. যদি কারো মোবাইল নং, এনআইডি নাম্বার, জন্ম নিবন্ধন নং নামের বানান ভুল থাকে সেগুলো ঠিক করতে পারবেন।
আরো ভালভাবে জানতে নিচে ভিডিওতে ক্লিক করুনঃ
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে) এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
No comments:
Post a Comment