নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
মুন্সিগঞ্জসহ দেশের ছয় জেলায় আঘাত হেনেছে বছরের প্রথম কালবৈশাখী। এতে একটি বাস উল্টে ছয় যাত্রী আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, ৪৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে মুন্সিগঞ্জের শিমলিয়া ঘাটে যাচ্ছিল গোধূলি পরিবহনের একটি বাস। শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় কালবৈশাখী ঝড়ের আঘাতে চালক নিয়ন্ত্রণ হারালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে বাসের ধাক্কা লাগে। এতে তাৎক্ষণিক বাসটি উল্টে গিয়ে ছয় যাত্রী আহত হয়েছেন।
হাসাড়া হাইওয়ে থানার পরিদর্শক মো. সোহরাব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের বাসের ভেতর থেকে বের করে আনা হয়। আহত ছয় যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সড়িয়ে এক পাশে রাখা হয়েছে।
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে) এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
No comments:
Post a Comment