Wednesday, March 10, 2021

তালতলী উপজেলায় ২০১৯ সালের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু আজ বৃহস্পতিবার


নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

বরগুনা জেলার তালতলী উপজেলায় যে সকল সম্মানিত ভোটারগণ ২০১৯ সালে ভোটার নিবন্ধন হয়েছেন এবং যাদের জন্ম তারিখ ০১/০১/২০০২ বা তার পূর্বে তাদের জাতীয় পরিচয় পত্র আজ ১১/০৩/২০২১ তারিখ,রোজ বৃহস্পতিবার থেকে নির্ধারিত সময়সূচি মোতাবেক সকাল ৯.০০ ঘটিকা  থেকে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত  উপজেলা নির্বাচন অফিস,তালতলী,বরগুনা থেকে বিতরণ করা হবে।মূল ভোটার স্লিপ জমা দিয়ে নিজে উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিতরণ কেন্দ্র থেকে স্মার্ট  জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার নির্দেশনা দিয়েছেন, জনাব মোঃ তারিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, তালতলী, বরগুনা। 

ইউনিয়ন অনুযায়ী বিতরণের তারিখ  ও সময়ঃ
 
১.বরবগী ইউনিয়ন,নিশাবাড়িয়া ইউনিয়ন ও সোনাকাটা ইউনিয়ন, ১১/০৩/২০২১ ইং তারিখ রোজ বৃহস্পতিবার, সময় সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ পর্যন্ত।বিতরণের স্থান,উপজেলা নির্বাচন অফিস, তালতলী,বরগুনা। 
২.ছোটবগী ইউনিয়ন, পচাকোরালিয়া ইউনিয়ন,কড়ইবাড়িয়া ইউনিয়ন ও শারিকখালী ইউনিয়ন ১২/০৩/২০২১ ইং রোজ শুক্রবার, সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ পর্যন্ত,বিতরণে স্থান, উপজেলা নির্বাচন অফিস,তালতলী, বরগুনা।
 


(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0



(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)


No comments:

Post a Comment