নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
১১ পৌরসভা এবং ৩৭১ ইউনিয়ন পরিষদের সাধারণ নিবার্চনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনও এদিন অনুষ্ঠিত হবে।বুধবার নির্বাচন কমিশনের ৭৭তম সভা শেষে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ১৯ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ।১১ পৌরসভার মধ্যে রয়েছে-পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, ঝালকাঠি পৌরসভা, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, চট্টগ্রামের বোয়ালখালী ও যশোরের নওয়াপাড়া (অভয়নগর)।প্রসঙ্গত, কুয়েতের আদালতে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনের এমপি মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করায় আসনটি শূন্য হয়।
বরগুনা জেলার ইউনিয়ন গুলোর মধ্যে হলঃ
১.বরগুনা সদর উপজেলাঃ
বদরখালী-
গৌরিচন্না-
ফুলকুড়ি-
কেওড়াবুনিয়া-
অায়লা পাতাকাটা-
বুড়িরচর-
ঢলুয়া-বরগুনা
ও
নলটোনা
২.অামতলী উপজেলাঃ
গুলিশাখালী-কুকুয়া
অাঠারগাছিয়া-
হলুদিয়া-
চাওরা
ও
অারপাঙ্গাশিয়া
৩.বেতাগী উপজেলাঃ
বিবিচিনি-
বেতাগী-
হোসনাবাদ
ও
মোকামিয়া
৪.বামনা উপজেলাঃ
বুকাবুনিয়া-
বামনা-
রামনা-
ও
ঢৌয়াতলা
৫.পাথরঘাটা উপজেলাঃ
কালমেঘ-
কাকচিড়া
ও
কাঠালতলী
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
No comments:
Post a Comment