Wednesday, March 3, 2021

বরগুনা জেলার ২৬ টি ইউনিয়ন সহ সারাদেশের ৯ পৌরসভা ও ৩২৩ ইউনিয়নে ভোট গ্রহণ ১১ এপ্রিল


নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

১১ পৌরসভা এবং ৩৭১ ইউনিয়ন পরিষদের সাধারণ নিবার্চনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনও এদিন অনুষ্ঠিত হবে।বুধবার নির্বাচন কমিশনের ৭৭তম সভা শেষে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ১৯ মার্চ এবং নোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ।১১ পৌরসভার মধ্যে রয়েছে-পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, ঝালকাঠি পৌরসভা, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, চট্টগ্রামের বোয়ালখালী ও যশোরের নওয়াপাড়া (অভয়নগর)।প্রসঙ্গত, কুয়েতের আদালতে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনের এমপি মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করায় আসনটি শূন্য হয়।

বরগুনা জেলার ইউনিয়ন গুলোর মধ্যে হলঃ
১.বরগুনা সদর উপজেলাঃ
বদরখালী-
গৌরিচন্না-
ফুলকুড়ি-
কেওড়াবুনিয়া-
অায়লা পাতাকাটা-
বুড়িরচর-
ঢলুয়া-বরগুনা
নলটোনা
২.অামতলী উপজেলাঃ
গুলিশাখালী-কুকুয়া
অাঠারগাছিয়া-
হলুদিয়া-
চাওরা
অারপাঙ্গাশিয়া
৩.বেতাগী উপজেলাঃ
বিবিচিনি-
বেতাগী-
হোসনাবাদ
মোকামিয়া
৪.বামনা উপজেলাঃ
বুকাবুনিয়া-
বামনা-
রামনা-
ঢৌয়াতলা
৫.পাথরঘাটা উপজেলাঃ
কালমেঘ-
কাকচিড়া
কাঠালতলী


বরগুনার জেলার ইউনিয়নপরিষদ গুলো হল




৯টি পৌরসভা














৩২৩ টি পৌরসভা









(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0



(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)




No comments:

Post a Comment