এ পাঠের শিখনফল-
শিক্ষার্থীর পারদর্শিতার মূল্যায়ন করা হবে এগুলোর ভিত্তিতে
২.১.২ আদেশ শুনে বুঝতে ও পালন করতে পারবে।
২.১.৩ সাধারণ নির্দেশনা শুনে অনুসরণ করতে পারবে।
৬.১.২ স্পষ্টম্বরে পারিবারিক ও বিদ্যালয়ের পরিবেশে পরিচিতিমূলক সাধারণ প্রশ্ন করতে পারবে।
৬.১.৩ স্পষ্টম্বরে পারিবারিক ও বিদ্যালয়ের পরিবেশে প্রশ্নের উত্তর দিতে পারবে।
পাঠ সম্পর্কে জেনে নিই
নিজের সম্পর্কে কিছু বলাকে পরিচয় বলে। পরিচয় দেয়ার সময় নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, বয়স, কোন শ্রেণিতে পড়ি ইত্যাদি বলতে হয়। আরও কিছু বলতে হলে ভাইবোনের সংখ্যা, তাদের নাম, নিজের গ্রাম ও বিদ্যালয়ের নাম ইত্যাদি বলতে হয়।
✓ পাঠ নির্দেশনা
* শোনা ও বলার দক্ষতা যাচাইয়ের জন্য শিক্ষক/অভিভাবক অবশ্যই প্রমিত বা শূদ্ধ উচ্চারণে এবং স্পষ্টম্বরে শিক্ষার্থীকে বাকাগুলো শোনাবেন।
একাধিকবার শোনার পর শিক্ষার্থী শুদ্ধ উচ্চারণে ও স্পষ্টম্বরে নিজের নাম, শ্রেণি, রোল নম্বর ইত্যাদি বলতে পারছে কি না তা যাচাই করে নেবেন।
সবগুলো কার্যক্রম শেষ হলে মূল্যায়ন নির্দেশক ছক পূরণ করবেন।
পিরিয়ড-১: আমার পরিচয়
শুনি ও বলি
আমার নাম---------- = আমার নাম রাশা কবির।
আমি প্রথম শ্রেণিতে পড়ি =আমি প্রথম শ্রেণিতে পড়ি।
আমার রোল নম্বর-------=আমার রোল নম্বর দুই।
আমার বিদ্যালয়ের নাম----=আমার বিদ্যালয়ের নাম বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শিক্ষক/অভিভাবকদের জন্য নির্দেশনা
১.শিক্ষক/অভিভাবক ও সহপাঠীর ভূমিকা পালন করে শিক্ষার্থীকে নাম, শ্রেণি, রোল নম্বর এবং বিদ্যালয়ের
নাম বলে শোনাবেন।
২.এবার শিক্ষার্থীকেও তার নাম, শ্রেণি, রোল নম্বর এবং বিদ্যালয়ের নাম বলতে বলবেন। কাজটি বারবার করবেন এবং কোনটির পরে কী বলতে গবে তা বলে দেবেন।
৩.এবার শিক্ষার্থীর কার্যক্রম পর্যবেক্ষণ করে এ পিরিয়ডের শেষে দেয়া মূল্যায়ন নির্দেশক ছকটি পেনসিল দিয়ে পূরণ করবেন। শিক্ষার্থী সবগুলো ক্ষেত্র অর্জন করতে না পারলে আরও অনুশীলন করাবেন এবং পুনরায় জন্মটি পূরণ করবেন।
আরও কিছু বাক্য শুনি ও বলি
আমার বাবার নাম--------=আমার বাবার নাম সুমন কবির।
আমার মায়ের নাম------=আমার মায়ের নাম রাশেদা আখতার।
আমার ভাইবোনের সংখ্যা---=আমার ভাইবোনের সংখ্যা: ২
আমার বয়স----------------=আমার বয়স ৬ বছর।
আমার গ্রাম/শহরের নাম---=আমার গ্রাম/শহরের নাম শিমুলতলি
আরও বাক্য শুনি ও বলি
আমার দাদার নাম------=আমার দাদার নাম জলিল কবির।
আমার সাদির নাম---=আমার দাদির নাম শায়মা খাতুন।
আমার নানার নাম।----=আমার নানার নাম রাশেদুল হক।
আমার নানির নাম-----=আমার নানির নাম সাজেদা হক।
আমার পরিবারের সদস্য সংখ্যা---=আমার পরিবারের সদস্য সংখ্যা: ৬।
No comments:
Post a Comment