Saturday, April 20, 2024

প্রথম প্রান্তিক, প্রথম শ্রেণির গণিত বিষয়ের পড়া লেখা

 


প্রথম শ্রেণির  বইয়ের প্রথম প্রান্তিকের

 শিখন পরিকল্পনা অনুযায়ী সাজানো হয়েছে

 

প্রাথমিক গণিত-১ম শ্রেণির ‍শিট

ইংরেজি -১ম শ্রেণির শিট

বাংলা -১ম শ্রেণির শিট

 শ্রেণিঃ প্রথম  বিষয়ঃ  গণিত

১.সংক্ষেপে উত্তর দাওঃ                                 

ক.৬ এর পরের সংখ্যাটি  লেখ?                      >৭

খ.(+) চিহ্নটির নাম কি?                                   >যোগ

গ.৯ ও ৭ এর মধ্যে কোনটি বড়?                       >৯

ঘ.৫+২ = কত?                                                 >৭

ঙ. ৮এর পরের সংখ্যাটি  লেখ?                      >৯

চ. ৬ ও ৪ এর মধ্যে কোনটি বড়?                    >৬

ছ. ৪+৩ = কত?                                               >৭

 জ. ১ জোড়া কয়টি?                                                         >২

 ঝ. ১ ও ৩   নিয়ে হয়               >৪

ঞ.ছোট সংখ্যাটিতে গোল দাগ  দাওঃ    ,৭

ট.পরের সংখ্যাটি কত লেখ?  

ঠ.৬ টি সমান কয় জোড়া?                       > ৩ জোড়া


২.ছোট সংখ্যাটিতে গোল দাগ দেই                                        

 

 

 

 

৩.বড় সংখ্যাটিতে গোল দাগ দেই                                        

 

 

 

 


৪.কম থেকে বেশি সাজিয়ে লিখ?                

৮,  ২,  ০,  ৪,  ৭,                               =০,  ২,  ৪,  ৭, 

০,  ৩,  ৮,  ৫,  ৪,                               =০,  ৩,  ৪,  ৫,   

৯,  ২,  ০,  ৬,  ৫,                               =০,  ২,  ৫,  ৬,   

৩,  ৫,  ৯,  ৭,  ৪,                               =৩,  ৪,  ৫,  ৭, 

১০,  ৫,  ৮,  ৩,  ৯,                               =৩,  ৫,  ৮,  ৯,  ১০

৪,  ৯,  ০,  ৬,  ২,                               =০,  ২,  ৪,  ৬,   

৬,  ৯,  ০,  ৬,  ২,                               =০,  ২,  ৬,  ৬, 

৫.বেশি থেকে কম সাজিয়ে লিখ?                

৮,  ২,  ০,  ৪,  ৭,                               =৮,  ৭,  ৪,  ২, 

০,  ৩,  ৮,  ৫,  ৪,                               =৮,  ৫,  ৪,  ৩,   

৯,  ২,  ০,  ৬,  ৫,                               =৯,  ৬,  ৫,  ২,   

৩,  ৫,  ৯,  ৭,  ৪,                               =৯,  ৭,  ৫,  ৪, 

১০,  ৫,  ৮,  ৩,  ৯,                               =১০,  ৯,  ৮,  ৫, 

৪,  ৯,  ০,  ৬,  ২,                               =৯,  ৬,  ৪,  ২,   

৬,  ৯,  ০,  ৬,  ২,                               =৯,  ৬,  ৬,  ২, 

 

৬.খালি ঘরে পরের সংখ্যাটি লিখি

 

 

 

 

 

 

 

 

 

৭.খালি ঘরে মাঝের সংখ্যাটি লিখ

 

 

 

 

 

 

 

 


৮.খালি ঘরে আগের সংখ্যাটি লিখি

 

 

 

 

 

 

 

১০

 

 

 

৯.কথায় লিখঃ                                          

১=এক,           ২=দুই,             ৩=তিন,                  ৪=চার,                ৫=পাঁচ     

৬=ছয়,          ৭=সাত,            ৮=আট,                 ৯=নয়,                ১০=দশ  

১১=এগারো,     ১২=বারো,       ১৩=তেরো,            ১৪=চৌদ্দ,          ১৫=পনেরো     

১৬=ষোলো,      ১৭=সতেরো,      ১৮=আঠারো,        ১৯=ঊনিশ,        ২০=বিশ  

২১=একুশ,     ২২=বাইশ,        ২৩=তেইশ,            ২৪=চব্বিশ        ২৫=পঁচিশ    

২৬=ছাব্বিশ,  ২৭=সাতাশ      ২৮=আটাশ,          ২৯=ঊনত্রিশ,        ৩০=ত্রিশ   

 

১০.যোগ কর?                                             

ক)১ + ২ = ৩            খ)৩ +১ = ৪          গ)২  +    =         ঘ) ২   +   ৩= 

ঙ)৪ + ৪ = ৮            চ)৭ +১ = ৮           ছ)২  +    =         জ) ৬   +   ৩= 

 

এ ছাঢ়াও মেইন বইয়ের পৃষ্ঠা নং-৩২,৩৫,৩৭,৩৯

১১.বিয়োগ কর?                                           

ক)৪ - ১ = ৩           খ)৫ -২ = ৩            গ)৭  -    =         ঘ) ৬  -   ২= 

ঙ)৯ - ৫ = ৪          চ)৮ -৭= ১               ছ)৯  -    =        জ) ৮  -   ৫= 

এ ছাঢ়াও মেইন বইয়ের পৃষ্ঠা নং-৪৫,

১২.২ টি আনারস ও ১ টি আনারস রয়েছে। একসাথে কতটি আনারস আছে?

  +    =   

১৩.১ টি বিড়াল ও ৪ টি বিড়াল । একসাথে কয়টি বিড়াল


                             +    = ৫

১৪.৪ টি কাচাঁ আম ও ৩ টি  পাকা আম । এক সাথে কয়টি আম আছে?

                           +           = ৭

১৫. ৩ টি লাল বেলুন এবং ৫ টি নীল । একসাথে কতটি বেলুন আছে?

                               +       =৮

১৬. ছবিতে ৭ জন মেয়ে ও ২ জন ছেলে আছে। একসাথে কতজন আছে?

                          +          = 

১৭.প্রথমে ২ টি টমেটো ছিল। পরে আরও ৩টি টমেটো দেওয়া হলো মোট কয়টি টমেটো হলো।?                      

                            +     ৩ =   

১৮.একটি পাকিংয়ে প্রথমে ২ টি গাড়ি ছিল। পরে আরও ২ টি গাড়ি আসলো পাকিংয়ে কয়টি গাড়ি ছিল?

                                +      ২ =          

১৯.মিনার কাছে প্রথমে ৫ টি আম ছিল। এরপর তাকে আরও ৩টি আম দেওয়া হলো । এখন তার কাছে কয়টি আম আছে?

                                 +          =         

২০. একটি গাছে ২ টি পাখি ছিল। কিছু সময় পর গাছে আরও ৭টি পাখি এসে বসলো । গাছে এখন কয়টি পাখি আছে?

                                +             =          

২১.প্রথমে ৪টি বেলুন ছিল। তিষার মা পরে আরও ৬ বেলুন কিনলেন। এখন কয়টি বেলুন হলো?

                                 +               =        ১০


২২.মিলিদের বাগানে একটি গাছে ৩টি এবং অন্য একটি গাছে ৪টি গোলাপ ফুল ফুটেছে।বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে?

                                  +                =      

২৩.একটি বাগানে ৫টি প্রজাপতি খেলা করছিলো। পরে আরও তটি প্রজাপতি সেখানে আসলো এখন বাগানে কয়টি প্রজাপতি হলো?

                              +         =    

২৪.হিয়ার ৪টি রং পেনসিল আছে। তার ভাই দীপের ৪ টি রং পেনসিল আছে। তাদের দুইজনের একসাথে কয়টি রং পেনসিল আছে?

                             +       =   

২৫.একটি গাছে ৪ টি পাখি বসেছিল। পরে আরও ৬টি পাখি এসে বসলো। গাছে এখন কয়টি পাখি হলো?

                               +       =   ১০

২৬.৬ টি লাল আপেল ও  ২টি সবুজ  আপেল আছে। একসাথে মোট কয়টি আপেল আছে?

                               +       =   

৩১.জ্যামিতিক আকৃতি আঁক ।

   ক.তিনকোণা আকৃতি   , গোল আকৃতি গ. চারকোণা ‍আকৃতি     

 


                                                                

                                   

 


 

No comments:

Post a Comment