Friday, December 29, 2023

প্রাথমিকের এক ও দুই শিফটের Word file নমুনা ক্লাস রুটিন-২০২৪ ,ডাউনলোড করার পর এডিট করে তৈরি করে ফেলুন আপনার বিদ্যালয়ের ক্লাস রুটিন-২০২৪

 


প্রাথমিকের এক ও দুই শিফটের Word file নমুনা ক্লাস রুটিন-২০২৪ ,ডাউনলোড করার পর এডিট করে তৈরি করে ফেলুন আপনার বিদ্যালয়ের ক্লাস রুটিন-২০২৪



প্রাথমিকের এক ও দুই শিফটের ক্লাস রুটিনের Word file এখানে ক্লিক করে ডাউনলোড করে এডিট করে তৈরি করে ফেলুন আপনার বিদ্যালয়ের ক্লাস রুটিন


ক্লাস রুটিন-২০২৪ (এক শিফট ও দুই শিফটে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের জন্য)

ক. এক শিফটে পরিচালিত বিদ্যালয়ে দুপুর ২.৪০ ঘটিকায় ৩য় শ্রেণির ছুটি হবে।

খ. এক শিফটে শ্রেণি কার্যক্রম ৩.৩০ ঘটিকায় শেষ হলেও শিক্ষকগণ ৪.১৫ ঘটিকা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করে বিদ্যালয় ও শিখন সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন। 

গ. বাংলা বিষয়ে প্রতিটি শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার  জন্য পুনরালোচনার দিনগুলোতে (এস.আর.এম) ব্যবহার করতে হবে।


Word file এর লিংক উপরে দেয়া হল। যাদের প্রয়োজন তারা ফাইলটি ডাউনলোড করে বিদ্যালয়ের নাম, শিক্ষকের নাম ও অন্যান্য তথ্যাদি পরিবর্তন ফটোকপি মেশিন থেকে A3 সাইজের কাগজে প্রিন্ট করতে পারবেন। সময় ও বাঁচবে, খরচ ও কমবে।

No comments:

Post a Comment