জনিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
করোনাভাইরাসের সর্বশেষ খবর ও লাইভ আপডেট দেখতে নিচে ক্লিক করুন
https://manobsebasongbad24.blogspot.com/2021/04/blog-post_58.html
আজ ১১ এপ্রিল-২০২২ খ্রি: রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় বরগুনা জেলার তালতলি উপজেলার মান্যবর উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব রেজবুল কবির জোমাদ্দার তালতলি উপজেলাধীন সকল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন, উক্ত মতবিনিময় সভার বক্তব্যে চেয়ারম্যান মহোদয় বলেন, মানবসেবা একটি বড় এবাদত ,
মানুষ হইল সৃষ্টির সেরা জীব মানুষকে ভালবাসলে সবকিছু পাওয়া যাবে, মানুষ ইচ্ছে করলে অন্যকে ভালবাসতে পারেনা ,অনেকে টাকা পয়সার মালিক থাকতে পারেন, প্রভাবশালী থাকতে পারেন, অনেক ক্ষমতা থাকতে পারে কিন্তু নিজের খেয়ে বনের মহিষ দাড়ানো মানে নিজের খেয়ে অন্যমানুষকে ভালবাসা সবার পক্ষে সম্ভস নয়, এইযে তোমরা আজ নিজের টানে এখানে আসছ কেন আসছ যে আমরা মানুষের কল্যানে কিছু একটা করব, আমি তোমাদের সাধুবাদ জানাই, তিনি বলেন আমি আসা করি তোমরা দল মত নির্বিষেশে মানুষের কল্যানে কাজ করবা, তোমাদের মাধ্যমেই তালতলি উপজেলা আরও সামনের দিকে এগিয়ে ইনশাল্লাহ, এছাড়া উক্ত মতবিনিময় সভায় চেয়ারম্যান মহোদয় আজকে ,
চারটি বিষয়ের উপরে উদ্যোগ নেন তা হল নিম্নরুপ:১.তালতলী উপজেলায় গত তিন মাসে আটটি আত্মহত্যা হয় এর প্রতিকার হিসাবে প্রতি স্কুল এবং কলেজে সাইকিলিং করা হবে এবং তালতলী থেকে সমন্বয় কমিটি গঠন করা হবে এবং তাদের একটি ইউনিট যাবে একেকটা ইউনিয়নে যাদেরকে সহযোগীতা করবে ঐ এলাকার সামাজিক সংগঠন.২.আগামি ২৩ রমযান তালতলীর সকল সামাজিক সংগঠন মিলে বড় ধরনের ইফতার মাহফিল করা হবে যাতে সংগঠনের সবাই অংশগ্রহন করবে৩.ঈদ পূর্রনমিলনের আয়োজন করা হবে.৪.তালতলি সকল সংগঠন সমন্বয়ক একটি কমিটি করা হবে এবং একটি ম্যাসেঞ্জার গ্রুপ খোলা হবে যাতে প্রতি সংগঠনের পাচজন প্রতিনিধী থাকবে।
আজ ১১ এপ্রিল-২০২২ খ্রি: রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় বরগুনা জেলার তালতলি উপজেলার মান্যবর উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব রেজবুল কবির জোমাদ্দার তালতলি উপজেলাধীন সকল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন, উক্ত মতবিনিময় সভার বক্তব্যে চেয়ারম্যান মহোদয় বলেন, মানবসেবা একটি বড় এবাদত ,
মানুষ হইল সৃষ্টির সেরা জীব মানুষকে ভালবাসলে সবকিছু পাওয়া যাবে, মানুষ ইচ্ছে করলে অন্যকে ভালবাসতে পারেনা ,অনেকে টাকা পয়সার মালিক থাকতে পারেন, প্রভাবশালী থাকতে পারেন, অনেক ক্ষমতা থাকতে পারে কিন্তু নিজের খেয়ে বনের মহিষ দাড়ানো মানে নিজের খেয়ে অন্যমানুষকে ভালবাসা সবার পক্ষে সম্ভস নয়, এইযে তোমরা আজ নিজের টানে এখানে আসছ কেন আসছ যে আমরা মানুষের কল্যানে কিছু একটা করব, আমি তোমাদের সাধুবাদ জানাই, তিনি বলেন আমি আসা করি তোমরা দল মত নির্বিষেশে মানুষের কল্যানে কাজ করবা, তোমাদের মাধ্যমেই তালতলি উপজেলা আরও সামনের দিকে এগিয়ে ইনশাল্লাহ, এছাড়া উক্ত মতবিনিময় সভায় চেয়ারম্যান মহোদয় আজকে ,
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
No comments:
Post a Comment