নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
করোনাভাইরাসের সর্বশেষ খবর ও লাইভ আপডেট দেখতে নিচে ক্লিক করুন
https://manobsebasongbad24.blogspot.com/2021/04/blog-post_58.html
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর উদ্যোগে ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আজ ১৯ মার্চ-২০২২ খ্রি: রোজ শনিবার দুপুর ২:৩০ ঘটিকায় তাফাজ্জল হোসেন মানিক মিয়া হল, জাতীয় প্রেস ক্লাব,ঢাকায় সংবাদ সম্মে,লন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সমন্বয়ক জনাব লুৎফর রহমান এবং লিখিত বক্তব্য পাঠ করেন মূখ্য সমন্বয়ক জনাব মোঃ ওয়ারেছ আলী ,সভা পরিচালনা করেন জনাব নূরে আলম সিদ্দিকী রবিউল, ও সমন্বয়ক জনাব জিয়াউল হক,সমন্বয়ক,বাংলাদেশ সরকারি কর্ম চারীদাবি আদায় ঐক্য পরিষদ।
সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দাবী বাস্তবায়নে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন, ১. বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ২. বাংলাদেশ সরকারী কর্ম চারী উন্নয়ন পরিষদ, ৩. বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ, ৪. বাংলাদেশ তৃতীয় শ্রেনী সরকারি কর্মচারী সমিতি ,৫. বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন,৬. বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা- কর্মচারী কল্যান পরিষদ,৭. ১৭-২০ গ্রেডের কর্মচারী সমিতি, ৮. বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্ম চারী এসোসিয়েশন, ৯. বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকেীশল অধিদপ্তর কর্ম চারী ল্যৈান সমিতি, ১০. ১১-২০ গ্রেডের সরকারী চাকুরীজিবিদের সম্মিলিত অধিকার আদিায় ফোরাম,১১. বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যাণ ফেডারেশন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের সকল স্তরের কর্ম চারীবৃন্ধ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্ধ। বক্তব্যে নেতৃবৃন্দ প্রজাতন্ত্রের কর্মচারীদের মনের পূঞ্জিভূত অসন্তোষ ও বিরাজিত ক্ষোভ নিরাসনের জন্য মহার্ঘ ভাতা প্রদানসহ ৯ম পে- স্কেল ঘোষনার মাধ্যমে তন বৈষম্য েনিরাসনসহ ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
সভাপতি জনাব মোঃ লুৎফর রহমান তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক তাাঁর রূহের মাগফিরাত কামনা করে বঙ্গবন্ধুর বাংলার বৈষম্য মেনে নেয়া যাবেনা বলে জোরালো কন্ঠে বলেন,১৯৯৫ সালে সচিবালয়ে উচ্চমান সহকারী, প্রধান সহকারী,শাখা সহকারী ও বাজেট পরীক্ষকদের পদবী প্রশাসানিক কর্মকর্তা এবং সাটলিপির কারদের পদবী ব্যক্তিগত কর্মকর্তা করে সচিবালয় ও সচিবালয়ের বাহিরে কর্মচারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। বর্তমানে সকল দফতর ,অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন না করে শুধুমাত্র বিভাগীয় কমিশনাররের কার্যলায়,জেলা প্রশাসকের কর্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদবী পরিবর্তন করার বিষয়টি বৈষম্য নিরাসন না করে পূনরায় বৈষম্য বেড়াজাল তৈরি করা হচ্ছে যা কোন ভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রত্যশিত নয়। সচিবলার বাহিরে সকল দপ্তর ও অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরির্বতন ও ১০ম গ্রেডে উন্নীত করা না হলে চরম বৈষম্য সৃষ্টি করা হবে,যা সাধারণ কর্মচারীরা কখনও মেনে নিবেনা।
বাংলাদেশ সরকারি কর্মচারীদের ৭ দফা দাবি সমুহ
(১) পে-কমিশন পঠন পূর্বক ৯ম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে-স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তবর্ত
কালীন কর্মচারীদের জন্য ৫০% মহার্ঘ্য ভাতা প্রদান করতে হবে।
(২) ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে-কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখাতে হবে।
(৩) সচিবালয়ের মতো সব দপ্তর, অধিদপ্তরের পদ-পদবী পরিবর্তনসহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে।
(৪) টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহালসহ বেতন জ্যেষ্ঠতা পূনঃবহল, বিদ্যমান গ্রাচুইটি/আনুতোষিকের হার ৯০ শতাংশের স্থানে ১০০ শতাংশ নির্ধারণ করা ও পেনশন গ্রাচুইটি ১ টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।
(৫) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়নসহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি-২০১৯ এর ভিত্তিতে দশম গ্রেডে উন্নীত করণ।
(৬)আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করা; ব্লক পোস্টে কর্মরত কর্মচারীসহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। এবং
(৭) বাজারমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে সব ভাতা পুনঃনির্ধারণ করা; চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স সীমা ৬২ বছর নির্ধারণ করতে হবে।
সংবাদ সম্মেলনে থেকে ওয়ারেছ আলী বলেন, আমাদের সাত দফা দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি। দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১ এপ্রিল চট্টগ্রাম বিভাগে, ৮ এপ্রিল সিলেট বিভাগে, ৯ এপ্রিল ময়মনসিংহ বিভাগে, ১৫ এপ্রিল বরিশাল বিভাগে, ১৬ এপ্রিল খুলনা বিভাগে, ১৩ মে রংপুর বিভাগে বিভাগীয় সমাবেশ করা হবে। আগামী ২০ মের মধ্যে সাত দফা দাবি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে ২৭ মে কেন্দ্রীয় শহীদ মিনার মহাসমাবেশের মাধ্যমে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,সমন্বয়ক মোঃ আনিসুর রহমান , সভাপতি,বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ(১২০৪৮) ( আনিস-রবিউল) কেন্দ্রীয় কমিটি, সমন্বয়ক মো. নূরে আলম সিদ্দিকী রবিউল,সাধারন সম্পাদক ,বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ(১২০৪৮) ( আনিস-রবিউল) কেন্দ্রীয় কমিটি, মো. লুৎফর রহমান, জিয়াউল হক, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমানসহ অনেকে।
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
No comments:
Post a Comment