Tuesday, August 31, 2021

ইলিশ মাছ মাইকিং করে বিক্রি


 

নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

করোনাভাইরাসের সর্বশেষ খবর ও লাইভ আপডেট দেখতে নিচে ক্লিক করুন

https://manobsebasongbad24.blogspot.com/2021/04/blog-post_58.html 

বরগুনায় কুয়াকাটার ইলিশ মাইকিং করে বিক্রি।বরগুনা সদর মাছ বাজারে প্রকি কেজি ৬৫০ টাকা দরে মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ। চলতি সপ্তাহের প্রথম দিক তুলনায় দামে কম থাকায় ব্যবসায়ী ও নিম্ন আয়ের লোকজন মাছ ক্রয়ের জন্য ভিড় করছেন।সোমবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে বরগুনা পৌর শহর মাছ বাজার সামনে রাস্তার পাশে মাইকিং করে ইলিশ বিক্রি করতে দেখা যায়।অনেকেই ইলিশ ক্রয় করলেও কুয়াকাটা থেকে আসা মাছ বলে না কিনে চলে যেতে দেখা যায় অনেককে। এতো কম দাম হওয়ায় নিশ্চয় কোনো সমস্যা রয়েছে, এমনটিও দাবি করেছেন ক্রেতারা।বিক্রেতা মো. শাহ আলম বলে, ভাই কুয়াকাটা মহিপুর থেকে এই মাছ এনেছি। মাছ বেশি থাকার কারণে দাম আগের তুলনায় অনেক কম।মোশারফ ফরাজী নামে ইলিশ ক্রেতা বলেন, বাজারে এক কেজি ছোট ইলিশ কিনতে গেলেও কমপক্ষে ৪০০-৫০০ টাকা লাগে। সেখানে ৬৫০ টাকায় ৫০০ গ্রাম ওজনের ইলিশ পাচ্ছি। এটাই তো ভালো। দীর্ঘদিন কোল্ডস্টোরে থাকায় ইলিশগুলো প্রচুর ঠাণ্ডা ও অনেক শক্ত।সাংবাদিক রাসেল বলেন, বর্তমান বাজার দর অনুযায়ী ৬৫০ টাকা কেজি দরে ইলিশ মাছ বিক্রির প্রশ্নই ওঠে না। কেন এতো কম দামে ইলিশ বিক্রি করছে এ বিষয়টি ক্ষতিয়ে দেখা উচিত। কোনো বিশেষ ব্যক্তি বা গ্রুপ কোনো অসৎ উদ্দেশ্যেও কম দামে খাবার অযোগ্য ইলিশ বাজারে পাঠাতে পারে। এ বিষয়ে প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, চলতি সপ্তাহের মাছের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কম থাকলেও ইলিশের দাম একই রকম বাজার লক্ষ্য করা যায় কম দামে মাছ সাধারণ মানুষ খুশিতে মাছ কিনতে পেরেছি। সাগরে পর্যাপ্ত পরিমাণ মাছ ধরা পড়ার কারণেই দাম কমেছে।

সুত্রঃ আমাদের সময়.কম

(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)

এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0



No comments:

Post a Comment